বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০২:৫৫ অপরাহ্ন
কক্সবাজারের পর্যটন শিল্পকে কলঙ্ক মুক্ত করার লক্ষ্যে কক্সবাজারের বহুল আলোচিত প্রকাশিত প্রচারিত “দৈনিক কক্সবাজার ৭১”পত্রিকায় এক সংবাদ প্রকাশিত হওয়ার পর গত ১লা অক্টোবর ২০২৪ ইং তারিখ রাত আনুমানিক ১০.৩০ ঘটিকার সময় কক্সবাজার শহরের কলাতলী সাংস্কৃতিক কেন্দ্র ও লাইট হাউস এলাকায় অবস্থিত হোটেল বেলাভূমি ও হোটেল ক্লাসিক সহ বিভিন্ন কটেজ জোনে পুলিশ সুপার কক্সবাজার এর নেতৃত্বে অফিসার ইনচার্জ কক্সবাজার জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের ওসি’সহ আইন শৃঙ্খলা বাহিনীর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে।
এসময় অনৈতিক কাজে জড়িত থাকার সত্যতা পাওয়ায় হোটেল বেলাভূমি,হোটেল ক্লাসিক সহ কয়েকটি কটেজ তালা বদ্ধ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এজন্য কক্সবাজার শহরে বসবাসরত সকল নাগরিক,কক্সবাজার জেলাবসী ও “দৈনিক কক্সবাজার৭১” পরিবার কক্সবাজার জেলা পুলিশ,জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।এবং এই অভিযান যেন চলমান থাকে সেই প্রত্যাশা ও করেন।
কক্সবাজার জেলা ওসি ডিবি জাবেদ মাহমুদ জানান আমরা হোটেল বেলাভূমি ও হোটেল ক্লাসিক সহ কয়েকটি কটেজে অভিযান পরিচালনা করি এসময় তারা টের পেয়ে কটেজে তালা বদ্ধ করে ও কটেজের লাইট বন্ধ করে পালিয়ে যায়।সবাই পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।তবে আমাদের অভিযান চলমান থাকবে।
এবিষয়ে স্থানীয়রা জানান এরকম অভিযান না চালালে কটেজ ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে যাবে।তাই আইন শৃঙ্খলা রক্ষায় ও আমাদের এই পর্যটন শিল্প রক্ষায় এরকম অভিযানের বিকল্প নেই। কাজেই এই অভিযান পরিচালনার জন্য কক্সবাজার জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।