নিজস্ব প্রতিনিধি :
টেকনাফের হ্নীলা রঙিখালীতে ড. গাজী কামরুল ইসলাম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ও শিক্ষামূলক সর্ববৃহৎ সংগঠন রঙিখালী স্টুডেন্ট ফোরামের গঠনতন্ত্র মোতাবেক টেকনাফ উপজেলার প্রাথমিক পর্যায়ে ৪র্থ শ্রেনী ও সমমান এবং মাধ্যমিক পর্যায়ে ৭ম শ্রেনী ও সমমান ছাত্র/ছাত্রীদের অংশগ্রহনে শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় ২০২৪ সালের বৃত্তি প্রদানের লক্ষে নির্দিষ্ট কারিকুলামে শান্তিপূর্ন পরিবেশে রঙিখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে ১৭ টি কক্ষে বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
পরীক্ষায় ৪র্থ শ্রেনী-স্কুল ১৩৭, মাদ্রাসা ২১৫ জন এবং মাধ্যমিক পর্যায়ে ৭ম শ্রেনী-স্কুল ১৪৩ ও মাদ্রাসা ১২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উপজেলার ৮২ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬২২ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন।
পরীক্ষা নিয়ন্ত্রক মাস্টার মোঃ হেলাল উদ্দিন এবং কেন্দ্র সচিব মাস্টার মনছুর আলম জানান, টেকনাফ উপজেলার ৮২ টি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও মাদ্রাসা) থেকে ছাত্র/ছাত্রীরা সুন্দরভাবে পরিক্ষায় অংশগ্রহণ করেন। অত্যান্ত সুন্দর উৎসবমূখর পরিবেশে কোন ঝামেলা ছাড়া পরীক্ষা শেষ করা সম্ভব হয়েছে।
রঙিখালী স্টুডেন্ট ফোরাম এর সভাপতি শাখাওয়াত হোছাইন, অর্থ সম্পাদক আবু হানিফ ও সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বলেন, ২০১৬ সাল থেকে টেকনাফের অন্যতম সামাজিক সংগঠন “রঙিখালী স্টুডেন্ট ফোরামের” উদ্যোগে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। টেকনাফ উপজেলার স্কুল ও মাদ্রাসা উভয় বিভাগ থেকে এইবারে ৮২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ ও ৭ম শ্রেণি থেকে ৬২২ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করেন। প্রতিবারের ন্যায় এইবারেও স্বাচ্ছন্দ্যে উৎসবমুখর পরিবেশে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বৃত্তি পরীক্ষাচলাকালে পরিদর্শনে আসা অতিথিরা বলেন, ছেলে-মেয়েদেরকে সুশিক্ষায় গড়ে তুলতে হবে, তাদেরকে সত্য কথা বলতে শিখতে হবে। বৃত্তি পরীক্ষার মাধ্যমে অংশ নেওয়া পরীক্ষার্থীরা সাহস ও উদ্যোমী হবে সবসময়।
পরিদর্শনে আসা অতিথিরা আরো বলেন, এ বৃত্তি দেয়ার উদ্দেশ্য কিছু টাকা দেওয়া না, এর উদ্দেশ্য শিক্ষার্থীদের মেধা বিকাশে উদ্বুদ্ধ করা। সে জন্য অভিভাবকদেরকে শিক্ষার্থীদের প্রতি আরো যত্নশীল হওয়ার আহ্বান জানান। মাদকের ডেরা খ্যাত এ উপজেলায় সব সময়ই শিক্ষা নিয়ে ভাবতে হবে এবং শিক্ষা নিয়ে কাজ করতে হবে, তারই অংশ হিসেবে টেকনাফ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থীদের অংশ গ্রহণে এ বৃত্তি পরীক্ষা আয়োজন দেখে এবং পরিদর্শন করতে পেরে সবাই আনন্দিত, ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বৃত্তি পরীক্ষা সফল আয়োজনে সহযোগিতা কারি সংশ্লিষ্ট সকলকে আয়োজক কমিটি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। কেন্দ্র পরিদর্শন করেন, সাবেক ছাত্রনেতা টেকনাফ উপজেলা জামায়াতের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী সরওয়ার কামাল সিকদার, হ্নীলা ইউনিয়ন দক্ষিণ বিএনপির সহসভাপতি হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জুহুর আলম, দৈনিক বণিক বার্তা’র কক্সবাজার জেলা প্রতিনিধি ছৈয়দ আলম, এশিয়ান টিভি ও দৈনিক যুগান্তর এর টেকনাফ প্রতিনিধি নাছির উদ্দিন রাজ, স্টুডেন্ট ফোরামের সাবেক সভাপতি কামাল উদ্দিন, ৪১ তম বিসিএস শিক্ষা ক্যাডার হারুনুর রশীদ, এলাকার দুই কৃতি ছাত্র আবু সুফিয়ান ও মোবারক হোসাইন। কেন্দ্রে সার্বিকভাবে দায়িত্ব পালন করেন, সহকারী পরিক্ষা নিয়ন্ত্রক প্রভাষক শাহীন সরওয়ার, মাওলানা আতাউল হক বিন মুছা ও ৪০ জন কক্ষ পরিদর্শক।
পরিক্ষা কেন্দ্রে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত অভিভাবক, শিক্ষানুরাগী, মাদ্রাসার শিক্ষকগণ, ফোরামের সদস্য ও শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন।