কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে নগরীর চকবাজারের দেবপাহাড় এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানে থাকা এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অভিযানের সময় আটক এড়াতে তার বাসার ভবনের ছাদে থাকা পানির ট্যাংকিতে লুকিয়েছিলেন তিনি। পরে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার নাজনীন সরওয়ার কাবেরী কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। এ ছাড়া তিনি সর্বশেষ কক্সবাজার-৩ আসন ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়েছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা বিষয়ে ভিডিও আপলোড করতেন তিনি। আলোচিত-সমালোচিত এই নেত্রী ফেসবুকে ভাইরাল ছিলেন।
কাবেরী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (কক্সবাজার-৩) সাইমুম সরওয়ার কমল ও রামুর সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের বোন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান।
নগর পুলিশের উপ–কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নাজনীন সরওয়ার কাবেরীকে আমাদের হেফাজতে নিয়েছি। তার বিরুদ্ধে কক্সবাজারে মামলা রয়েছে। এ কারণে তাকে কক্সবাজার পুলিশের কাছে আমরা হস্তান্তর করবো।’