মোহাম্মদ শাহজাহান, রামু প্রতিনিধি,,
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের রাজারকুল রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক অভিউজ্জমানের নেতৃত্বে বনবিভাগের একটি টীম রামুর রাজারকুল ইউনিয়নের নয়াপড়া সিকদার পাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা অবস্থায় ৬০/৭০ ঘনফুট সেগুন ও মেহগনি কাঠ উদ্ধার করা হয়।
গত ২৭শে ডিসেম্বর ২০২৪ ইং তারিখ রোজ শুক্রবার দুপুর আনুমানিক ১.০০ঘটিকার সময় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় দারিয়ার দীঘি বিট কর্মকর্তা ইসরাইল হোসেন, রাজারকুল বিটের বন প্রহরী জয় সেন,আফারেজু বিটের বন প্রহরী পলাশ ভৌমিক,বাগান মালি মাহফুজ , এফসিভি’র সভাপতি আব্দুল মান্নান সহ বনবিভাগের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিষয়ে রাজারকুল রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক অভিউজ্জমান জানান, কাঠ গুলো পাচারের উদ্দেশ্যে মজুত করা অবস্থায় উদ্ধার করা হয়। ফলে এই কাঠের নির্দিষ্ট কোন মালিক সনাক্ত করা সম্ভব হয়নি।বিধায় কাঠ গুলো রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়।তবে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।