বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

কক্সবাজারের মহেশখালী প্রেসক্লাবের ত্রি -বার্ষিক বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

সভাপতি জয়নাল, সম্পাদক জিকু

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের মহেশখালী প্রেসক্লাব ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দৈনিক ইনকিলাবের, ও দৈনিক কক্সবাজারের জয়নাল আবেদীন সভাপতি কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক ইনানির জিকির উল্লাহ জিকু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মহেশখালী উপজেলা পরিষদের হলরুমে সোমবার সকাল ১০ টা থেকে একটা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের মহেশখালী প্রতিনিধি জয়নাল আবেদীন সভাপতি, কক্সবাজার সংবাদের সৈয়দ মুজতবা আলী সহ-সভাপতি, দৈনিক ইনানীর জিকির উল্লাহ জিকু সাধারণ সম্পাদক, দৈনিক সমকালের শাহাব উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), দৈনিক হিমছড়ির মোহাম্মদ তারেক সাংগঠনিক সম্পাদক, দৈনিক আমার দেশের মকসুদুর রহমান অর্থ সম্পাদক(বিনা প্রতিদ্বন্দ্বিতায়), দৈনিক নয়া বাংলার আব্দুর রশিদ দপ্তর ও প্রচার সম্পাদক‌(বিনা প্রতিদ্বন্দিতায়) নির্বাচিত হয়েছেন।
সকাল থেকে দুপুর পর্যন্ত উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।
মহেশখালী প্রেসক্লাবের অনুষ্ঠিত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, মহেশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান, প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ ফজলুল করিম।
নির্বাচন চলাকালে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেদায়েত উল্লাহ ও মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কায়সার হামিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুল আলম, মহেশখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শাহেদ মন্নান পর্যবেক্ষণে আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *