বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন

রামুতে ১০কেজি গাঁজা সহ আটক ২

কামাল শিশির,রামু
রামুর জোয়ারিয়ানালা বিকেএসপি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করে ১০ কেজি গাঁজা ও  এক নারী মাদক কারবারীসহ দুইজন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
সূত্রে প্রকাশ  র‌্যাব-১৫  গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যাত্রী বেশে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য (গাজাঁ) সহ বাসযোগে চট্টগ্রাম হতে কক্সবাজারের দিকে আসছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গত ১ ফেব্রুয়ারি রাতে কক্সবাজার রামুর জোয়ারিয়ানালা বিকেএসপি এলাকায়   মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে  যাত্রীবাহী বাসে তল্লাশী চালায়।
  এ সময় র‌্যাবের আভিযানিক দল তল্লাশীর একপর্যায়ে দুইজন যাত্রীর আচরণ সন্দেহজনক হলে তাদের  হেফাজতে থাকা ২টি ব্যাগসহ তাদের আটক করা হয়।
 আটককৃত মাদক কারবারীদ্বয়ের হেফাজতে থাকা দুটি ব্যাগ হতে সর্বমোট ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
 গ্রেফতারকৃত মাদক কারবারীরা হল কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়াছড়া এলাকার খলিলুর রহমানের পুত্র আবদুর রহমান এবং টেকনাফ হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকার দুদু মিয়ার মেয়ে রহিমা।
 প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছে এবং বিভিন্ন সময়ে চট্টগ্রাম হতে গাজাঁ নিয়ে এসে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে।
  উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজাসহ ধৃত মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার রামু থানায় এজাহার দাখিল করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *