মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন

পেট নয়, যেন ইয়াবার খনি, কক্সবাজার বিমানবন্দরে দুই নারী আটক

কক্সবাজার বিমানবন্দরে থেকে ঢাকা যাওয়ার সময় দুই নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এক্স-রের মাধ্যমে নিশ্চিত হয়ে ইয়াবাসহ আটক তাদের করা হয়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার বিমানবন্দরে এমন ঘটনা ঘটে।

আটককৃত ওই দুই নারী হলেন, টেকনাফের হ্নীলার জিম্মনখলী এলাকার উম্মে জমিলা (২৪) ও একই এলাকার উম্মে হাবিবা (১৮)। তারা সম্পর্কে একে অপরের আপন বোন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা দিদারুল আলম বলেন, ইয়াবা পাচারের উদ্দেশ্যে টেকনাফ উপজেলার হ্নীলা থেকে উম্মে হাবিবা ও বোন উম্মে জমিলা তাঁর স্বামীর শেখানো কৌশলে পেটে ইয়াবা বহন করে বিমানযোগে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসলে বিমানবন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় তাদের আটক করেন ডিএনসি।

ডিএনসির কর্মকর্তা দিদারুল আরও বলেন, জামিলা ও হাবিবাকে ইয়াবাসহ আটকের জন্য কৌশলগত কারণে জমিলার স্বামীকে ঢাকা যেতে সুযোগ করে দেন। পরবর্তীতে তাকেও ঢাকা থেকে আটক করেছেন বলে নিশ্চিত করেন এই কর্মকর্তা।

আটককৃত জমিলা স্বীকার করে বলেন, ২০ হাজার টাকার বিনিময়ে তার স্বামীর নির্দেশেই তিনি ইয়াবা পেটে করে ঢাকা নিয়ে যাচ্ছিলেন। ঢাকা কোথায় নিয়ে যাচ্ছেন এমন প্রশ্নে তিনি কোন উত্তর দিতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *