মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০২:২২ অপরাহ্ন

অপসারণ করা হলো লাবণী পয়েন্টের ঝুঁকিপূর্ণ বিলবোর্ড

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে ঝুলে থাকা ঝুঁকিপূর্ণ সচেতনতামূলক বিলবোর্ডটি অবশেষে ভেঙে অপসারণ করেছে পৌর কর্তৃপক্ষ।

শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার পৌরসভার কর্মীরা বিলবোর্ডটি সরিয়ে ফেলে।

ঈদের আগে বিলবোর্ডটি আংশিক ভেঙে পড়লেও পরে সেটি আরও ক্ষতিগ্রস্ত হয়। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
পৌরসভার নিয়োজিত স্বেচ্ছাসেবক ও জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, বিলবোর্ডটি রেখে দিলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি ছিল।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি বলেন, “বিলবোর্ডটি ঝুঁকিপূর্ণ হওয়ায় তা আজ সকালেই অপসারণ করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *