মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন

টেকনাফে বাকপ্রতিবন্ধী আলমগীরকে গুলি করে হত্যা, মূলহোতা নুরুল আলম ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে বাকপ্রতিবন্ধী যুবক আলমগীর (১৮)-কে প্রকাশ্যে গুলি করে হত্যার মামলার প্রধান আসামি নুরুল আমিন ওরফে নুরুল আলম ডাকাত (১৯)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। গত ২০ জুন রাতে কক্সবাজার শহরের লাইট হাউজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুরুল আমিন ওরফে নুরুল আলমের বাড়ি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি এলাকায়।
র‌্যাব-১৫ জানায়, গত ১৬ জুন ২০২৫, দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের বিকাশ মোড় সংলগ্ন দোকানের সামনে বাকপ্রতিবন্ধী আলমগীরের সঙ্গে আসামিদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নুরুল আমিন তার হাতে থাকা ওয়ান শুটার গান দিয়ে আলমগীরকে গুলি করে। গুলিটি আলমগীরের বুকে বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই টেকনাফ থানায় একটি হত্যা মামলা (নম্বর-৪১, ধারা ৩০২/৩৪) রুজু হয়। আসামিরা গা-ঢাকা দেয়। এরপর র‌্যাব-১৫ গোয়েন্দা কার্যক্রম জোরদার করে এবং অবশেষে মূলহোতাকে গ্রেফতারে সফল হয়।
র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নুরুল আমিন হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে একটি রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী দলের সক্রিয় সদস্য, যারা নিয়মিত ক্যাম্প এলাকায় অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে। তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে, যার একটি অপর একটি হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *