রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন
তালাকের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন—হিরো আলমের প্রতিনিয়ত মিথ্যা বলা, নাটকীয় আত্মহত্যার চেষ্টা করা এবং একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রাখা। রিয়ার দাবি, পবিত্র কোরআন ছুঁয়েও প্রতিনিয়ত মিথ্যা বলেন হিরো আলম।
বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রিয়া লেখেন, পবিত্র কোরআন নিয়ে মিথ্যা কথা বলা হিরো আলমের নিত্যদিনের কাজ। আত্মহত্যা করার নাটক করে আমাকে ফিরিয়ে নিয়ে কিছুক্ষণ যায় ইতির কাছে, কিছুক্ষণ যায় মিথিলার কাছে। আশা করি, কোনো স্ত্রী এসব মেনে নেবে না। তাই হিরো আলমকে ডিভোর্স দিতে বাধ্য হলাম।
তিনি জানান, আইনি সব কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং কয়েক দিনের মধ্যেই তালাকনামা হিরো আলমের হাতে পৌঁছে যাবে।
হিরো আলম বলেন, অনেকবার ক্ষমা করেছি রিয়া মনিকে। মেয়ের মাথায় কোরআন রেখে শপথ করেছিল, ম্যাক্স অভির সঙ্গে আর কথা বলবে না। কিন্তু সে কথা রাখেনি। আমি বাড়ি রং করতে গিয়েছিলাম, আর সে তখন কক্সবাজারে অভির সঙ্গে ছিল। আমার ফোন ধরেনি, ব্লক করে রেখেছিল।
তবে রিয়া এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ম্যাক্স অভির সঙ্গে আমার কোনো অনৈতিক সম্পর্ক নেই। আমরা ভালো বন্ধু।
তিনি আরও জানান, ডিভোর্স কার্যকর হতে তিন মাস সময় লাগবে। এরপর যদি মনে করি অভি উপযুক্ত, তবে বিয়েও করতে পারি।
বর্তমানে আলাদা পথেই হাঁটছেন এই আলোচিত জুটি। সামাজিক মাধ্যমে একে অপরকে ঘিরে চলছে পাল্টাপাল্টি অভিযোগ আর বিস্ফোরক মন্তব্য।