রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

বাইশারীতে দিনদুপুরে আকাশ মনি গাছের বাগান কেটে সাবাড় !!

oppo_0

মো শাহীন, নাইক্ষ্যংছড়ি ( বান্দরবান) প্রতিনিধি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে দিন দুপুরে সন্ত্রাসী কায়দায় এক অসহায় নিরহ ব্যক্তির ২ একর আকাশ মনি গাছের বাগান কেটে সাবাড় করে ফেলেছে।
ঘটনাটি ঘটেছে গত ৮ আগষ্ট শুক্রবার সকাল ৮ টা  থেকে দুপুর ২ টা  পর্যন্ত  বাইশারী ইউনিয়নের ২৭৮ নং বাইশারী মৌজার গর্জই খাল নামক  এলাকার আর হোল্ডিং ২০ এর ২ একর ৫০ শতক জায়গায় মোঃ ইসলামের নিজস্ব ক্রয় কৃত ও সৃজিত আকাশ মনি বাগানে।
জমির মালিক মোঃ ইসলাম জানান, দীর্ঘ ১৭ বছর যাবত জমির মালিকানা বুঝে নিয়ে আকাশমণি বাগানের ছারা লাগিয়ে ভোগ দখলে আছে। হঠাৎ বাইশরী ইউনিয়নের পশ্চিম নারিচবুনিয়া এলাকার  বাসিন্দা  আমির হোসেনের পুত্র নুর মোহাম্মদ,  এরশাদুল্লাহ, আফাজ উল্লাহর নেতৃত্বে নারী ও পুরুষ মিলে ২০/ ৩০ জন লোক নিয়ে প্রকাশ্যে দিবা লোকে সন্ত্রাসী কায়দায় প্রায় দশ হাজার আকাশ মনি গাছ কেটে ফেলা হয়েছে।
বাধা দেওয়ার কোন সুযোগ না পেয়ে বিষয়টি বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দেওয়া হয়।
 জমির মালিক মোঃ ইসলাম জানান, আমি এখন নিঃস্ব হয়ে গেছি। সহায় সম্বল যাহা ছিল এগুলু নিয়ে বাগান সৃজন করেছিলাম। আমি এখন অসহায়। ওরা আমার ২০ লাখ টাকার ক্ষতি করেছে।
বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বাজার সভাপতি  আবদুল করিম বান্টু জানান, নুর মোহাম্মদ সহ তার আত্বীয় স্বজন ঐ এলাকায় কিছু জায়গার মালিক দাবী করে আসছে। এনিয়ে শালিস – বৈঠক ও হয়েছে।  উভয় পক্ষের দ্বিমত থাকায় বিষয়টি সমাধান করা সম্বভ হয়নি। তবে গাছ কাটার বিষয়টি অত্যন্ত দুঃখ জনক বলে জানান এবং তিনি নিজেও মর্মাহত।
এবিষয়ে অভিযুক্ত আমির হোসেনের ছেলে নুর মোহাম্মদ জানান, আমি আমার আর হোল্ডিং নং ৫৯ খতিয়ানের  জায়গায় জংগল পরিষ্কার করেছি ঐ সময় কিছু ছোট্ট ছোট্ট গাছ কেটে ফেলা হয়েছে।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ  আনোয়ার হোসেন জানান, তিনি বাগানের গাছ কাটার বিষয়ে একটি অভিযোগ পেয়েছেন , তবে বিষয়টি নিয়ে কয়েকদফা শালিস – বৈঠক হয়েছে, এতে কোন ধরনের নিষ্পত্তি না হওয়ায় অভিযোগ কারী মোঃ ইসলামকে আদালতের শরণাপন্ন হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *