রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

অপরাধ ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই : মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সক্ষমতা রয়েছে, তারা দেশের আইন-শৃঙ্খলা রক্ষা করতে পারে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, অপরাধ সংঘটিত হওয়ার আগ পর্যন্ত তারা নিষ্ক্রিয় থাকে। অপরাধ সংঘটনের পর তারা দ্রুত আসামি ধরতে সক্ষম হলেও অপরাধ ঠেকাতে তাদের কার্যকর উদ্যোগ নেই।’

রবিবার (১০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহীর মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়।

সেই বৈঠকে তিনি এসব কথা বলেন।সভাপতির বক্তব্যে মামুনুল হক বলেন, ‘সুস্থ, সুন্দর ও সবার অংশগ্রহণে একটি নির্বাচন আয়োজনের জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সরকারের এক নম্বর অগ্রাধিকার হওয়া উচিত। সরকারকে মনে করিয়ে দিচ্ছি, কাঙ্ক্ষিত সংস্কার, খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোষরদের বিচার, লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না।’

তিনি বলেন, ‘এ দেশের মানুষ দীর্ঘদিন ধরেই ঐক্যবদ্ধ ইসলামী দলকে ভোট দিতে আগ্রহী।

কিন্তু বারবার তারা হতাশ হয়েছে। বর্তমান পরিস্থিতিতে আবারও ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ এসেছে। এবার যদি জনগণকে হতাশ করা হয়, তাহলে ইসলামপন্থীদের জন্য এই সুযোগ আর ফিরে আসবে না। অতএব আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই।
বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন দলটির সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমীর মুফতী সাঈদ নূর, মাওলানা মুহিউদ্দীন রব্বানী, মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা কোরবান আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজীজ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *