রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

কাউকে বহিষ্কারের যোগ্যতা নেই রেজা কিবরিয়ার: নুর

কাউকে বহিষ্কারের যোগ্যতা নেই রেজা কিবরিয়ার: নুর

নুরুল হক নুর।

গণঅধিকার পরিষদের সংগঠকদের কাউকে বহিষ্কার করা বা গণঅধিকার পরিষদকে বিভক্ত করার যোগ্যতা রেজা কিবরিয়া রাখে না বলে মন্তব্য করেছেন নুরুল হক নুর।

মঙ্গলবার (২০ জুন) গণঅধিকার পরিষদ নুর ও রাশেদকে বহিষ্কার ঘোষণা করেন দলের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। এরপরই সামাজিক মাধ্যমে এক পোস্টে এ মন্তব্য করেন নুর।

তিনি বলেন, ‘রেজা কিবরিয়া গণঅধিকার পরিষদের ১২১ সদস্যের কেন্দ্রীয় কমিটির ২১ জনকেও ভালোভাবে চেনে না, নামও বলতে পারবে না। ৫৪ জেলা কমিটির ১০ জনকে তিনি চেনেন কি না সন্দেহ! গত পৌনে দুই বছরে রেজা কিবরিয়া সংগঠনে পৌনে ২ লাখ টাকাও খরচ করেননি। ২০টা প্রোগ্রামেও ছিলেন না।’

তিনি আরো বলেন, ‘গণঅধিকার পরিষদ কিংবা গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠন/ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদ গঠনে রেজা কিবরিয়ার কোনো ভূমিকা নেই। সব কিছু গুছিয়ে আমরাই তাকে একটা গুছানো প্ল্যাটফর্মে এনেছিলাম। সুতরাং গণঅধিকার পরিষদের সংগঠকদের কাউকে বহিষ্কার করা বা গণঅধিকার পরিষদকে বিভক্ত করার যোগ্যতা রেজা কিবরিয়া রাখে না।’

সাবেক ভিপি নুর বলেন, ‘বিদেশ বসে মাতাল হয়ে সে কি প্রেস রিলিজ দিলো, তাতে আমাদের কিচ্ছু যায়/আসে না। আমরা কেন্দ্রীয় মিটিং ডেকে নিয়মতান্ত্রিকভাবেই ভারপ্রাপ্ত আহ্বায়ক করেছি।’

এদিকে, নুর ও ড. রেজা কিবরিয়ার এই দ্বন্দ্বে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে গণঅধিকার পরিষদের সংগঠনটি। একজন আরেকজনকে পাল্টা অব্যাহতির ঘোষণা ‘টক অব দ্যা কান্ট্রি’তে পরিনত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *