মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ০৫:২১ অপরাহ্ন

উখিয়ায় ৭০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা আটক

উখিয়া প্রতিনিধি:
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ৭০ হাজার ইয়াবাসহ সরোয়ার কামাল (২২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টায় বালুখালী পান বাজার পুলিশ ক্যাম্প চেকপোস্ট থেকে তাকে আটক করে উপপরিদর্শক ফজলুর আজীম।
আটক সরোয়ার কামাল বালুখালী ৯ নং ক্যাম্পের ব্লক আই/০২ এফডিএমএনের বাসিন্দা আবুল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিৎদতিতে জানতে পারি গতকাল ভোরে একটি ইয়াবার চালান ক্যাম্পের ভেতরে ঢুকছে। পরে আমর্ড পুলিশের সদস্যরা সাদা পোশাকে অবস্থান করে। এক রোহিঙ্গা যুবককে সন্দেহজনক মনে হয়।
এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে প্রাথমিকভাবে তিনি মাদক সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন। পরে বিস্তারিত জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি তার ব্যাগে ইয়াবা বহনের কথা স্বীকার করেন। এ ঘটনায় উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *