রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন
কক্সবাজার শহরে মোহাম্মদ ওসমান নামে এক ফল ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যায় জড়িত সন্দেহে তার দোকানের কর্মচারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে কক্সবাজার শহরের পশ্চিম ঘোনারপাড়া ট্যাংকির পাহাড় এলাকার বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন নিহত ওসমানের দোকানের কর্মচারী মোহাম্মদ ইউসুফ ও ওসমানের বন্ধু মো. সুন্দর আলী।
কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বজনদের বরাতে তিনি বলেন, সকালে মোহাম্মদ ওসমানের শোয়ার ঘরে লাইট জ্বলতে দেখেন ভাগিনা শামীম। তিনি উঁকি দিয়ে ওসমানকে খাটের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে অবহিত করলে ঘটনাস্থল থেকে গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
হত্যায় জড়িত সন্দেহে ওসমানের দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পরিদর্শক সেলিম উদ্দিন।
নিহতের ভাগিনা মাহিদুল ইসলাম মানিক বলেন, ‘বুধবার রাতে কক্সবাজার শহরের হাসপাতাল সড়কে ফলের দোকান বন্ধ করে তার মামা বাসায় ফেরেন। পরে নিজের ঘরে তিন থেকে চারজন বন্ধুর সঙ্গে ঘণ্টা দুয়েক আড্ডা দেন। রাত গভীর হলে তার বন্ধুরা চলে যান।
‘বৃহস্পতিবার সকালে আমার ভাই শামীম স্কুলে যাওয়ার সময় মামার ঘরে বাতি জ্বলতে দেখে উঁকি দেয়। সে মামাকে খাটের নিচে রক্তাক্ত পড়ে থাকতে দেখে।’
মাহিদুল হত্যার কারণ সম্পর্কে বলেন, ‘মামার সঙ্গে ব্যবসার লাখ দেড়েক টাকা ছিল। তাকে খুন করে খুনি টাকা নিয়ে গেছে। রাতে মামার সঙ্গে যারা আড্ডা দেন তাদের মধ্যে সুন্দর আলী ও ইউসুফ ছিলেন। তাদের মধ্যে ইউসুফ মামার দোকানের কর্মচারী।’
তবে পুলিশ এখনও নিশ্চিত নয় কারা, কী কারণে তাকে হত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা।