বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন
কক্সবাজারের টেকনাফের সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকায় অভিযান চালিয়ে বিদেশী ১০ বোতল মদ ও ৪৩ ক্যান বিয়ারসহ নাহিদা আকতার (২৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,শুক্রবার (১৪ অক্টোবর) ভোররাতে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুসাইনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড নতুন পল্লান পাড়ায় এক বসত-বাড়িতে অভিযান চালিয়ে ১০ বোতল গ্রান্ড রয়েল বিদেশী মদ ও ৪৩ ক্যান আন্দামান গোল্ড এবং ডাইয়াব্লু বিয়ারসহ ওই এলাকার সৈয়দ হোসেনের মেয়ে নাহিদা আকতার (২৫) কে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, আটককৃত নারী আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।