বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
স্ত্রী-সন্তানসহ বেসিক ব্যাংকের বাচ্চুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক চিকিৎসককে মারধর, দ্বিতীয় দিনের মতো কক্সবাজার সদর হাসপাতালে কর্মবিরতি মাদক কারবারির ভবন জব্দ করল দুদক ঢাকাসহ চার বিভাগে অতিভারী বর্ষণ, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক ১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান উখিয়ায় রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই কক্সবাজারে চিকিৎসককে মারধর: সরকারিতে সেবা বন্ধ হলেও চালু আছে বেসরকারি হাসপাতালে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল

উখিয়ায় নকল স্বর্ণেরবারসহ গ্রেফতার ১

এম,এস রানা উখিয়া
উখিয়ার পালংখালী ইউনিয়নের মরাগাছতলা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য নুরুল কবির নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
শনিবার সন্ধ্যা ৬ টার দিকে পালংখালীর মরাগাছতলা রোহিঙ্গা বাজারস্থ ইউসুফের বিকাশ দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কক্সবাজার সদর পিএমখালী ইউনিয়নের পাতালী গুলেরপাড়া এলাকার সিরাজুল হক এর ছেলে নুরুল কবির (৩৮)।
কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিঃ পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে রোববার এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, ৯ নং ক্যাম্পের মৃত আবু বক্কর ছিদ্দিকের স্ত্রী বিবি আয়েশা হোয়াইক্যং ক্যাম্পে হাজির হয়ে একটি অভিযোগ দায়ের করেন যে গত বৃহস্পতিবার তিনি সিএনজিতে করে যাওয়ার পথিমধ্যে উক্ত সিএনজিতে থাকা কতিপয় প্রতারক চক্রের সদস্যরা তাকে কিছু স্বর্ণের বার দেখায় এবং সেগুলো তারা বিক্রয় করবে বলে জানায়। এরপর তারা বিভিন্ন প্রলোভন দেখালে ভিকটিম তা ক্রয় করতে রাজি হয়ে প্রতারকদের চাহিদামত তার ব্যবহৃত ১ টি স্বর্ণের আংটি প্রদান করলে প্রতারক চক্রের সদস্যরা মরাগাছতলা এলাকায় পৌঁছালে সিএনজিটি থামিয়ে ভয়ভীতি দেখিয়ে সিএনজি থেকে তাকে নামিয়ে চলে যায়।
উক্ত অভিযোগের সত্যতা যাচাইয়ের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান এর নেতৃত্বে শনিবার আনুমানিক সন্ধ্যা ৬ ঘটিকায় অভিযোগকারীকে নিয়ে উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ মরাগাছতলা রোহিঙ্গা বাজারস্থ ইউসুফের বিকাশ দোকানের সামনে পৌঁছালে অভিযুক্ত আসামীদের একটি সিএনজিতে বসে থাকতে দেখা যায়। র‌্যাব সদস্যদর উপস্থিতি টের পেয়ে প্রতারক চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করলে নুরুল কবির (৩৮),কে ধৃতসহ সিএনজিটি জব্দ করা হয়।এ সময় আসামীর সহযোগী ৩ জন অজ্ঞাতনামা পালিয়ে যায়। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর নিকট হতে ২ টি নকল স্বর্ণের বার উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, পলাতক আসামীদের সহযোগীতায় দীর্ঘদিন যাবৎ মানুষজনের সাথে বিভিন্নভাবে প্রতারণা করে আসছে।
উদ্ধারকৃত আলামত, ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে ভিকটিম নিজে বাদী হয়ে উখিয়া থানায় মামলা দায়ের করেন।