মোহাম্মদ ইউনুছ অভি স্টাফ রিপোর্টার
রক্তের গ্রুপ জানুন, প্রয়োজনের সময় জীবন বাঁচাতে সাহায্য করুন’ এ স্লোগানকে সামনে রেখে সাবরাং ইউনিয়ন, ২নং ওয়ার্ডে একলাবের সহযোগিতায় যুব সম্প্রীতি ফোরামের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
২২ অক্টোবর শনিবার সাবরাং আলির ডেইল সাইক্লোন শেল্টারের নিচ তলায় এ আয়োজন করা হয়। এ সময় বিনামূল্যে ৫ শতাধিক মানুষের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবরাং ইউনিয়ন পরিষদ,২নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিদ্দিক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
একলাবের প্রোগ্রাম অফিসার পরিমল চাকমা।
আলির ডেইল জামে মসজিদের ইমাম ও খতিব
হাফেজ মোঃ মনির, একলাবের ফিল্ড ফ্যাসিলেটর সুমন, ২নং ওয়ার্ডের যুব সম্প্রীতি ফোরামের সভাপতি লিটন ধর,সাধারণ সম্পাদক মো.ফিরুজ, সহ-সভাপতি মোঃ ফারুক, সমাজ কর্মী ও সাংবাদিক
আব্দুর রহমান এমএ, প্রমুখসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।একলাবের সহযোগিতায় এইরকম মানব সেবা মুলক কাজ করতে পেরে, যুব সম্প্রীতি ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক একলাবের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।