বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান উখিয়ায় রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই কক্সবাজারে চিকিৎসককে মারধর: সরকারিতে সেবা বন্ধ হলেও চালু আছে বেসরকারি হাসপাতালে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল কক্সবাজারের পুলিশ এখন থেকে ইনসাফের সাথে কাজ করবে- পুলিশ সুপার মোঃ রহমতুল্লাহ সরকার পরির্তনের ফলে টেকনাফ এর শাহপরীরদ্বীপে ভূমিদস্যুদের কবল থেকে চিংড়ি ঘের ও চাষাবাদের জমি অপদখল রক্ষা পেতে যৌথ বাহিনী বরাবরে আবেদন করেছেন ক্ষতিগ্রস্তরা ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে হট্টগোল, বাতিল হতে পারে দুই প্রজ্ঞাপন রোহিঙ্গা ক্যাম্পে গণস্বাস্থ্য কেন্দ্রের অদক্ষ চালকের ভুলে শিশুর মৃত্যু রাজধানী থেকে তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্রেপ্তার আমরা রাষ্ট্রীয় সফরে আসিনি, সরকারের কাছে নিরাপত্তা চাইনি: হাসনাত আবদুল্লাহ

কোটবাজারে সড়কের ওপর দোকান ও বিদ্যুতের খুঁটি, ঝুঁকি নিয়ে চলে যানবাহন

এম,এস রানা উখিয়া
উখিয়া উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যস্ততম বাণিজ্যিক ষ্টেশন কোটবাজার। কক্সবাজার-টেকনাফ আরাকান সড়কের কোটবাজার চৌরাস্তা দিয়ে পর্যটকরা সেন্টমার্টিন ভ্রমণে যান। উখিয়া উপজেলার সিংহভাগ  জনসাধারণ এ সড়ক দিয়েই চলাচল করেন। উখিয়া-টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে সেবা দিতে এনজিওর শত শত গাড়ি এই সড়ক দিয়েই যাতায়াত করেন। জনগুরুত্বপূর্ণ হওয়ায় সড়কটি প্রশস্থ  করা হয়েছে। বৈদ্যুতিক খুঁটি সড়কের ওপরে রেখেই কাজ শেষ করেন ঠিকাদার। সড়কের ওপরে খুঁটি শুধু তাই নয়, এখনও সড়কের ওপরে  দোকান, মার্কেট রয়ে গেছে। জনতার হাটার জায়গা ফুটপাতও দখলে রেখে দোকান ভাড়া দিয়েছে প্রভাবশালী একটি মহল।ফলে যানবাহন ও পথচারী চলাচলে নানা সমস্যা হচ্ছে। মোটর সাইকেল রেখে শপিং করতে যাওয়া খুরশেদ আলম বলেন, এখানে গাড়ি পার্কিং করার কোন ব্যবস্থা নেই। উপায়ান্তর না দেখে বাধ্য হয়ে সড়কের ওপর রেখেছি। জালিয়া পালংয়ের সোনাইছড়ি এলাকা থেকে সাজেদা আক্তার তার সন্তানদের জন্যে কেনাকাটা করতে কোটবাজারে এসেছেন। কথা হয় তার সাথে। তিনি বলেন, এখানে হাটার জন্যে ফুটপাত নেই। লোকে লোকারণ্যে ভরপুর মার্কেটগুলো। স্বাচ্ছন্দে কেনাকাটা করে বাড়ি ফিরবো তা না। এখানে প্রতিটি মার্কেটে লোকজন বেশি থাকে। হাটারও জায়গা পাওয়া মুশকিল। রাজাপালং থেকে আসা মোহাম্মদ ইসলাম বলেন, কোটবাজারের প্রবেশ মুখে ময়লা আবর্জনার স্তুপ। দুর্গন্ধে নাক বন্ধ করে যেতে হয়। এখানকার পরিবেশ খুব খারাপ। এগুলো দেখার যেন কেউ নেই। যে যার যার মতন ব্যস্ত। কক্সবাজার থেকে আসা মোহাম্মদ ইউনুস বলেন, সব সময় যানজটে নাকাল এই কোটবাজার ষ্টেশনে সৌন্দর্য বর্ধনে কারো কোন পরিকল্পনা নেই। প্রশাসন  বা জনপ্রতিনিধি কেউ এগিয়ে আসছে না কোটবাজারে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।ফুটপাতের ওপর অবৈধ দোকান বসিয়ে প্রভাবশালী একটি মহল ফায়দা হাসিল করছে যুগের পর যুগ। রত্নাপালং ভালুকিয়া এলাকা থেকে আসা নুরুল আলম বলেন, উখিয়ার বাণিজ্যিক ষ্টেশন কোটবাজার। উখিয়া উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়ন যথাক্রমে রত্নাপালং, হলদিয়াপালং, জালিয়াপালং ও রাজাপালং এলাকার জনগণ এই কোটবাজার ষ্টেশনে মাছ, মাংস, তরিতরকারি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে এই কোটবাজারেই সমাগম হয় বেশি। সরেজমিন দেখা যায়, পুরো কোটবাজারের ফুটপাত ও সড়কের ওপরে দোকান, মার্কেট ও বৈদ্যুতিক খুঁটি রয়েছে। এতে নির্বিঘ্নে যানবাহন চলতে পারে না। ফলে প্রায় সময় লেগে থাকে যানজট। অন্যদিকে সড়কের দুই পাশে নির্মাণ করা হচ্ছে ভবন।।কেন্দ্রীয় ফেমাস সংসদের সভাপতি শাহ আলম বলেন, কক্সবাজার-টেকনাফ সড়কের এই কোটবাজার হয়ে এসি নন এসিসসহ দূরপাল্লারবিলাশ বহুল গাড়ি বাস-মিনি বাস, কক্স লাইন, সী লাইন, ট্রাক, অটোরিকশা, প্রাইভেটকার, ও ব্যাটারিচালিত অটোরিকশা টমটম চলাচল করে। দোকানপাট ও বৈদ্যুতিক খুঁটিগুলো সড়কের ওপর থাকায় প্রতিদিন যানজট হয়। এতে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে  পারে। স্থানীয় খাইরুল হক জানান, কোটবাজারে সড়কের ওপর দোকানদাররামালামাল রেখে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। তাছাড়া সড়কের ওপর রয়েছে সিএনজি, টমটম, অটোরিকশার ষ্ট্যান্ড। সড়কের দুই পাশে এলোমেলোভাবে পার্কিং করে রাখা হয় মোটর সাইকেল। রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান, নুরুল হুদা বলেন, আমি চেয়ারম্যান হওয়ার পর নিজেই কোটবাজার ষ্টেশনে নেমে যানজট নিরসনে চেষ্টা করেছি। টমটম চালকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজিব ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে মিটিং করেছি। রাস্তার ওপর অবৈধ দখলদারদের ব্যাপারে উপজেলা পরিষদে আলোচনা করেছি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সাধারণ জনগণের মতো আমারও চাওয়া দ্রুত সময়ের মধ্যে রাস্তার ওপর অবৈধ দোকানপাট উচ্ছেদ করে ফুটপাত দখল মুক্ত করা হোক।