বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাদক কারবারির ভবন জব্দ করল দুদক ঢাকাসহ চার বিভাগে অতিভারী বর্ষণ, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক ১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান উখিয়ায় রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই কক্সবাজারে চিকিৎসককে মারধর: সরকারিতে সেবা বন্ধ হলেও চালু আছে বেসরকারি হাসপাতালে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল কক্সবাজারের পুলিশ এখন থেকে ইনসাফের সাথে কাজ করবে- পুলিশ সুপার মোঃ রহমতুল্লাহ সরকার পরির্তনের ফলে টেকনাফ এর শাহপরীরদ্বীপে ভূমিদস্যুদের কবল থেকে চিংড়ি ঘের ও চাষাবাদের জমি অপদখল রক্ষা পেতে যৌথ বাহিনী বরাবরে আবেদন করেছেন ক্ষতিগ্রস্তরা ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে হট্টগোল, বাতিল হতে পারে দুই প্রজ্ঞাপন

বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজার বাহারছড়া নবজাগরণ সমিতির প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উদযাপন

* প্রেস বিজ্ঞপ্তি :
বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী কক্সবাজার বাহারছড়া নবজাগরণ সমিতি প্রতিষ্ঠার ৫০ বছরের সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে।
জুমাবার ২৮ অক্টোবর সকালে সমিতির নিজস্ব অফিস ভবনে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সুবর্ণজয়ন্তীর আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে আনন্দ শোভাযাত্রা বের হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে মিলিত হয়। এরপর অফিস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
সমিতির সভাপতি, ১১নং ওয়ার্ড কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল হক রানার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র ও জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন কবির।
সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক, সমিতির সহ সভাপতি আবদুল মাবুদ রাজন ও  সদস্য সচিব, সমিতির কার্য নির্বাহী সদস্য মোঃ নুরুল হক আরমানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উর্ধ্বতন সহ সভাপতি আব্দুস সবুর, যুগ্ম সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম, কোষাধ্যক্ষ মো: আবদুল হক বাবুল, সমাজকল্যাণ সম্পাদক মো: করিম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ফাতেমা বেগম পুতুল, ক্রীড়া সম্পাদক নুরুল আমিন, মৎস্য ও কৃষি সম্পাদক পরওয়ার হাবিব, পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক  মো: শাহাব উদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক মো: শাহজাহান, কার্য নির্বাহি রেজাউল করিম ও মো: সাইফুল ইসলাম লিটন প্রমুখ।
সবশেষে বিকেলে আছরের নামাজের পর সমিতির প্রয়াত সদস্যদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন বাহারছড়া জামে মসজিদের খতিব মাওলানা শফিউল আলম।
দিনব্যাপি আয়োজন সমিতির সাবেক নেতৃবৃন্দ, সদস্য, সমাজ নেতৃবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে।
কক্সবাজার।
২৮ অক্টোবর ২০২২