বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন
মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আবুল খাইর সিকদারের সুযোগ্য সন্তান, হোয়ানক ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সদস্য, উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও হোয়ানক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আবু তাহের সিকদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ ১ নভেম্বর রাত সাড়ে ১১ টায় হোয়ানকস্থ নিজ বাসভবনে আলহাজ্ব আবু তাহের সিকদারের মৃত্যু হয়। তিনি ছিলেন বিএনপির একজন নিবেদিত প্রাণ৷ তাঁর মৃত্যুতে বিএনপির অপূরণীয় ক্ষতি হয়ে গেল বলে জানিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও মহেশখালী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট নুরুল আলম। তিনি বিএনপি পরিবারের পক্ষ থেকে আলহাজ্ব আবু তাহের সিকদারের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ডিসি৭১/২২/ইয়াছমিন