বিশেষ প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফের হ্নীলায় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচীর আওতায় হ্নীলা ইউনিয়নে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ নিয়ে বিশেষ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ২০৩০ সালে টেকনাফকে ম্যালেরিয়ামুক্ত ঘোষণায় সফলতা অর্জনে সবাইকে আন্তরিকতার সাথে এগিয়ে আসার আহবান জানানো হয়।
২০ নভেম্বর সকাল সাড়ে ১০টায় হ্নীলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় এবং একলাবের ব্যবস্থাপনায় ম্যালেরিয়া নির্মূলে জনপ্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধি, ভিকটিম, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। একলাবের উপজেলা ম্যানেজার জিয়াউল হক সরকারের সঞ্চালনায় অনুষ্টিত ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন হ্নীলা ইউপির ৩ নম্বর ওয়ার্ড মেম্বার মো. রফিকুল ইসলাম, ১, ২ ও ৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার রাহামা বেগম, ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার নাসরিন কবির, চৌধুরী পাড়া রাখাইন পল্লীর সমাজ সর্দার মং টিং অং, হ্নীলা ষ্টেশন জামে মসজিদের ঈমাম হাফেজ মৌলানা জামাল উদ্দিন, উত্তর ফুলের ডেইল জামে মসজিদের ঈমাম মৌলানা জাকের হোসেন, মাষ্টার নাসির উদ্দিন, হ্নীলা কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিঞ্চু দাশ, শ্রমিক নেতা জহির, আবুল হোছন প্রমুখ। বক্তারা ২০৩০ সালে ম্যালেরিয়া নির্মূল কর্মসূচীর আওতায় টেকনাফকে ম্যালেরিয়ামুক্ত করার জন্য স্ব স্ব অবস্থান থেকে কাজ করার আহবান জানানো হয়।
Related