বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান উখিয়ায় রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই কক্সবাজারে চিকিৎসককে মারধর: সরকারিতে সেবা বন্ধ হলেও চালু আছে বেসরকারি হাসপাতালে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল কক্সবাজারের পুলিশ এখন থেকে ইনসাফের সাথে কাজ করবে- পুলিশ সুপার মোঃ রহমতুল্লাহ সরকার পরির্তনের ফলে টেকনাফ এর শাহপরীরদ্বীপে ভূমিদস্যুদের কবল থেকে চিংড়ি ঘের ও চাষাবাদের জমি অপদখল রক্ষা পেতে যৌথ বাহিনী বরাবরে আবেদন করেছেন ক্ষতিগ্রস্তরা ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে হট্টগোল, বাতিল হতে পারে দুই প্রজ্ঞাপন রোহিঙ্গা ক্যাম্পে গণস্বাস্থ্য কেন্দ্রের অদক্ষ চালকের ভুলে শিশুর মৃত্যু রাজধানী থেকে তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্রেপ্তার আমরা রাষ্ট্রীয় সফরে আসিনি, সরকারের কাছে নিরাপত্তা চাইনি: হাসনাত আবদুল্লাহ

সেন্টমার্টিন ছেড়া দ্বীপে পৃথক অভিযানে মালিক বিহীন বিপুল পরিমাণ মাদক উদ্ধার

মোঃ আশেক উল্লাহ ফারুকী. টেকনাফ:
টেকনাফের সেন্টমার্টিন ছেড়াদ্বীপে পৃথক অভিযান চালিয়ে ১,১২০ বোতল বিদেশি মদ ২১০ ক্যান বিয়ার ও ৭ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।
রবিবার (২০ নভেম্বর ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক সাড়ে ৩টার দিকে বাংলদেশ কোস্ট পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক ছেঁড়া দ্বীপ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ছেঁড়া দ্বীপে বনের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৭১টি প্লাস্টিকের বস্তা দেখতে পাওয়া যায়। বস্তাগুলো তল্লাশি করে ১,১২০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এসময় জব্দকৃত বস্তাগুলোর প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অপরদিকে  টেকনাফের বড়ইতলী এলাকা থেকে টেকনাফের উদ্দশ্যে আসার সময় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে ২১০ ক্যান বিয়ার উদ্ধার সহ ৭ হাজার পিস ইয়াবা জব্দ করেন বলে জানান উক্ত  কর্মকর্তা।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত মদ বিয়ার ও ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।