প্রেস বিজ্ঞপ্তি :
উৎসবমুখর পরিবেশে কক্সবাজার সদর মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার ১৯ নভেম্বর ২০২২ অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় উক্ত নির্বাচন৷
শিল্প এলাকা নুনিয়ারছড়ার কর্ণফুলী বরফকল মিলনায়তনে সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোটার সংখ্যা ৩১১ জন।
নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান এবং প্রধান নির্বাচন কমিশনার মোঃ আবদুল খালেক মিডিয়া’কে জানিয়েছেন, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে পুলিশ প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সুশিল সমাজের বিভিন্নস্তরের প্রতিনিধিরা উপস্থিতি ছিলেন।
সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি মোঃ ইয়াকুব মাঝি (প্রতিক হরিণ, প্রাপ্ত ভোট ১৬৩)। প্রতিদ্বন্ধি ছিলেন দিল মোহাম্মদ (প্রতিক গোলাপ, প্রাপ্ত ভোট ৯৪)।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দিন (প্রতিক মোরগ, প্রাপ্ত ভোট ১৭৬ )। প্রতিদ্বন্ধি ছিলেন মোঃ কামাল (প্রতিক বাইসাইকেল, প্রাপ্ত ভোট ৮৭)।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবদুল মালেক (প্রতিক গ্লাস, প্রাপ্ত ভোট ১৩৪)। প্রতিদ্বন্ধি ছিলেন নুর আহমদ (প্রতিক ডাব, প্রাপ্ত ভোট ১২৫)।
দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ জাবেদ (প্রতিক চেয়ার, প্রাপ্ত ভোট ১৮১)। প্রতিদ্বন্ধি ছিলেন গোলাম রহমান (প্রতিক দোয়াতকলম, প্রাপ্ত ভোট ৭৪)।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১ জন সহ সভাপতি, ১ জন সহ সাধারণ সম্পাদক, ১ জন অর্থ সম্পাদক এবং ২ জন সদস্য সদস্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পর্যবেক্ষণ করেন শ্রম অধিদপ্তরের চট্টগ্রামের উর্ধ্বতন প্রতিনিধি দল, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমান, কাউন্সিলর শাহেনা আক্তার পাখি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কক্সবাজার জেলা সভাপতি কমরেড দিলীপ দাশ, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন আহমদ, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কক্সবাজার জেলা আহবায়ক, মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা উপদেষ্টা অনিল দত্ত, জাতীয় পার্টি কক্সবাজার শহর সভাপতি নাজিম উদ্দিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপার) জেলা সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, নুনিয়ারছড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, জাতীয় শ্রমিক লীগ কক্সবাজার জেলা আহবায়ক শাহেদুল আলম রানা, সমাজ কর্মী সাইফ উদ্দিন, কণ্ঠশিল্পী নাসির উদ্দিন বিপু, নারী উন্নয়ন সংগঠক শামিমা আক্তার, সমাজ কর্মী আনোয়ার করিম, সাংবাদিক সংসদ কক্সবাজার সভাপতি আনোয়ার হাসান চৌধুরী, কুতুবদিয়া ভুমিহীন সমবায় সমিতির সাধারণ সম্পাদক জাফর আলম, পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবদুল্লাহ আল মাসুদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আজিমুল হক আজিম ও সংগঠক সেলিম উদ্দিন প্রমুখ।
Related