রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন
টেকনাফের হ্নীলা লেচুয়াপ্রাং এলাকার চার কৃষক অপহরণের ঘটনার তিনদিন পর ৬ লাখ টাকা মুক্তিপনের বিনিময়ে ৩ কৃষককে ফেরত দিয়েছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার সন্ধ্যায় ৩ কৃষক স্ব স্ব পরিবারে ফেরত আসেন।
রাত ৯ টায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।
অপহৃতদের মধ্যে যারা ফিরে এসেছেন তারা হলেন- লেচুয়াপ্রাং এলাকার ছৈয়দ হোসেন ওরফে গুরা মিয়ার ছেলে আব্দুর রহমান, রাজা মিয়ার ছেলে মুহিবুল্লাহ ও ফজলুল করিমের ছেলে আব্দুল হাকিম।
তবে আবুল হোছনের ছেলে আব্দুস সালামকে ফেরত দেয়নি সন্ত্রাসীরা।
শনিবার (৭ জানুয়ারি) মধ্যেরাতে হ্নীলার লেচুয়াপ্রাং পাহাড়ের পাদদেশে ভুট্টা ক্ষেত পাহারা দিতে গিয়ে ৪ কৃষক অপহরণের শিকার হন বলে দাবী করেন স্বজনরা।
তারা সকলেই কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন।