রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন

রামুর গর্জনিয়ায় অস্ত্র সহ দুই ডাকাত গ্রেপ্তার

নাইক্ষ‍্যংছড়ি প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামুর গর্জনিয়া ইউপির মাঝির কাটার নলবুনিয়া গ্রাম থেকে দুই ডাকাতকে দেশীয় তৈরি দুইটি গাদা বন্দুক সহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ৮টার দিকে তাদের আটক করা হয়।একজনের নাম জামাল হোসেন (৪০) পিতা বদশা মিয়া তার বাড়ী মহেশখালী,অপর জন আব্দুর রহিম (৩৮) সে গর্জনিয়া ইউপির থিমছড়ি গ্রামের আলি হোসেন ছেলে। পুলিশ জানান রামু থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন এর দিক নির্দেশনাই গর্জনিয়া ফাঁড়ি পুলিশের আইসি মাসুদ রানার নেতৃত্বে এস আই মোজাম্মেল হক, এস আই শরিফুল ইসলামসহ একদল পুলিশ স্থানীয় জনতার সহযোগিতায় তাদের গ্রেপ্তার করতে সক্ষম হন। গর্জনিয়া ফাড়ি পুলিশের কর্মকর্তার ইন্সপেক্টর মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত দুই জনের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে।