রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-লেগুনা সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে উত্তর হারবাং জিলানী পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চকরিয়া উপজেলার হারবাং ইউপির ৯নং ওয়ার্ডের উত্তর হারবাং কলাতলী এলাকার আবুল বশারের ছেলে মো. হামিদ উল্লাহ (৩২), একই এলাকার লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩০) ও দানু মিয়ার ছেলে নজরুল ইসলাম নজুমিয়া (২৮)।
চিরিংগা হাইওয়ে থানার ওসি ইমন চৌধুরী বলেন, শনিবার সকাল ৯টার দিকে আমিরাবাদগামী যাত্রীবাহী লেগুনার সঙ্গে কক্সবাজারগ্রামী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সরকারি বাসের ধাক্কা লেগে লেগুনাটি রাস্তার খাদে পড়ে যায়।
এতে লেগুনায় থাকা তিন যাত্রী নিহত হন এবং আরও দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানা হেফাজতে আছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।