রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন

কক্সবাজারে আট হাজার ইয়াবাসহ তিনজন আটক

কক্সবাজার পৌর এলাকার সিকদার পাড়ায় অভিযান চালিয়ে ৮ হাজার ইয়াবাসহ একজন স্থানীয় বাসিন্দা ও দুইজন রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব ১৫।

শনিবার (৪ মার্চ ) বিকেলে র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানান।

আটককৃতরা হলেন, টেকনাফের সাবরাং ইউপির ঝিনাপাড়া এলাকার মৃত মোঃ হাশেমের ছেলে আব্দুল হাই (২৫), উখিয়া থাইংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের ৩৮ নম্বর ঘরের মৃত গুরা মিয়ার ছেলে রহমত উল্লাহ (৩০) ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ ব্লকের মৃত সুলতান আহম্মদের ছেলে জানে আলম (২৭)।

প্রেস বিজ্ঞপ্তি র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাত ৩টার দিকে র‌্যাব-১৫ কক্সবাজার পৌরসভার এলাকার উত্তর সিদকার পাড়ার ডাঃ মরিয়মের সেমিপাকা ভাড়া বাসায় অভিযান চালায়। অভিযানে দুইজন রোহিঙ্গাসহ একজন স্থানীয় মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় আটক ব্যক্তিদের দেহ তল্লাশী করে আট হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান পরস্পর যোগসাজসে ইয়াবা সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে বেশি দামে বিক্রয় করার জন্য বর্ণিত স্থানে অবস্থান করছিল।

আটক ব্যক্তিদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মোঃ আবু সালাম চৌধুরী।