দিদারুল আলম জিসান:
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীর গুলিতে রওশন আলী নামে এক সাব মাঝি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহত মাঝি ক্যাম্প-১৩ এর ই-ব্লকের জালাল আহমেদের ছেলে। তিনি ওই ক্যাম্পের সাব মাঝির দায়িত্বে ছিলেন।
শনিবার (১৫ এপ্রিল) বিকালে উখিয়া বালুখালী ক্যাম্প-১৩ এর ই ব্লকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফারুক আহমেদ।
তিনি জানান, মাঝি বিকালে তার ক্যাম্পে নিত্যদিনের কাজে বাজারে অবস্থান করছিল। এ সময় ৬-৭ জন রোহিঙ্গা সন্ত্রাসী তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে। হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় আবার পেটে ছুরিকাঘাত করে।
এই পুলিশ কর্মকর্তা জানান, খবর পেয়ে রোহিঙ্গাদের সহযোগিতায় তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। ওই মাঝি ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর কর্মকাণ্ডের বিরোধিতা করায় তাকে হত্যা করা হয়েছে ধারণা করছে পুলিশ।
এপিবিএনের মিডিয়া কর্মকর্তা আরও জানান, এ হত্যার ঘটনায় ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
উখিয়া ক্যাম্পে বাসিন্দা মোহাম্মদ ইকবাল দাবি করেন, রওশন উল্লাহ মাঝি ক্যাম্পে ‘আরসা’ বিরোধী হিসেবে সববসময় সোচ্চার ছিলেন। তাদের অপকর্মের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে সহযোগিতা করতেন। হয়তো সে কারণে আরসার লোকজন তাকে গুলি করে হত্যা করেছে। ক্যাম্পে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় রোহিঙ্গারা আতঙ্কের মধ্যে রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে গত ডিসেম্বর পর্যন্ত ১৩১টি হত্যাকাণ্ড হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল শনিবার পর্যন্ত আরো ২৭ টি হত্যা কান্ড হয়।
Related