বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান উখিয়ায় রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই কক্সবাজারে চিকিৎসককে মারধর: সরকারিতে সেবা বন্ধ হলেও চালু আছে বেসরকারি হাসপাতালে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল কক্সবাজারের পুলিশ এখন থেকে ইনসাফের সাথে কাজ করবে- পুলিশ সুপার মোঃ রহমতুল্লাহ সরকার পরির্তনের ফলে টেকনাফ এর শাহপরীরদ্বীপে ভূমিদস্যুদের কবল থেকে চিংড়ি ঘের ও চাষাবাদের জমি অপদখল রক্ষা পেতে যৌথ বাহিনী বরাবরে আবেদন করেছেন ক্ষতিগ্রস্তরা ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে হট্টগোল, বাতিল হতে পারে দুই প্রজ্ঞাপন রোহিঙ্গা ক্যাম্পে গণস্বাস্থ্য কেন্দ্রের অদক্ষ চালকের ভুলে শিশুর মৃত্যু রাজধানী থেকে তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্রেপ্তার আমরা রাষ্ট্রীয় সফরে আসিনি, সরকারের কাছে নিরাপত্তা চাইনি: হাসনাত আবদুল্লাহ

এবার পৌরসভার নির্বাচনে মেয়র পদে লড়ে যাওয়ার ঘোষণা মাশেদুল হক রাশেদের!

কক্সবাজার পৌরসভা কে ‘মডেল টাউনে’পরিনত করার প্রত্যয়ে

মুহাম্মদ তাহের নঈম:
কক্সবাজার পৌরসভা কে সন্ত্রাস-চাঁদাবাজ-ছিনতাইকারীমুক্ত পর্যটন নগরী গড়ে তোলা দেশি-বিদেশি পর্যটকদের
নিরাপদ ভ্রমণের নিশ্চয়তা গ্রহণ,
বিশ্বের ঐতিহ্যবাহী সমুদ্র সৈকত দখলদারদের হাত থেকে রক্ষা ও
পরিকল্পিত নগরায়ন গড়া তথা কক্সবাজার পৌরসভা কে ‘মডেল টাউনে’ পরিনত করার প্রত্যয়ে এবার
পৌরসভার নির্বাচনে মেয়র পদে লড়ে যাওয়ার সাফ ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধার সন্তান,বিশিষ্ট শিল্পপতি ও দানবীর মাশেদুল হক রাশেদ। নাগরিক কমিটির ব্যানারে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি ইতোমধ্যে পৌরসভার প্রতিটি ওয়ার্ডের অলিতে-গলিতে ভোটারদের মন জয় করতে নানা দৌড়ঝাঁপ শুরু করেছেন।
আসন্ন ১২ জুন কক্সবাজার পৌরসভার নির্বাচন উপলক্ষেই শহর জুড়ে সর্বত্রই বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। পৌরসভার নির্বাচনের ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় গত মঙ্গলবার (১৬ মে) বিকাল পর্যন্ত ৮৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত নারী কাউন্সিলরের ৪ ওয়ার্ডে ১৬ জন এবং ১২ টি সাধারণ ওয়ার্ডে ৬৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। ঘোষিত তফশিল মতে মনোনয়ন পত্র বাছাই ১৮ মে, প্রত্যাহারের শেষ সময় ২৫ মে আর ১২ জুন অনুষ্ঠিত হবে পৌর নির্বাচন।
মেয়র পদে যে ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মাসেদুল হক রাশেদ, সাবেক মেয়র সরওয়ার কামাল, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আল জোবায়ের চৌধুরী, জগদীশ বড়ুয়া, বাংলাদেশ ইসলামী আন্দোলনের মো. জাহেদুর রহমান এবং একমাত্র স্বতন্ত্র মহিলা মেয়র পদ প্রার্থী জোসনা হক।
নাগরিক কমিটির মনোনীত
স্বতন্ত্র প্রার্থী মাসেদুল হক রাশেদের মনোনয়ন পত্র জমা দেয়ার সময় আজিমুল হক আজিম, বড় ভাই,
শফিকুররহমান,নতুন বাহারছড়া সমাজ কমিটির সেক্রেটারি, মমতাজুল ইসলাম সভাপতি নাগরিক কমিটি,সাবেক সুপারিন্টেন্ডেন্ট পিটিআই, আজহারুল ইসলাম,(এলাকার বিশিষ্ট  মুরব্বি),ছিদ্দিক আহমদ,রেজাউল করিম,প্রফেসর জসিম উদ্দীন, বিশিষ্ট সমাজ সেবক ফেরদাউস আহমদ সহ পৌর এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেনিপেশার লোকজন উপস্থিত  ছিলেন।
পৌরসভার ভোটারদের সাথে কথা বললে তারা জানান, আমরা চাই এমন একজন মেয়র নির্বাচিত হোক, যে একজন যোগ্যপ্রার্থী, সৎ ও কর্মঠ। যার মাধ্যমে পৌর এলাকার সার্বিক উন্নয়ন সাধিত হবে । তবে নতুন প্রতীক দেখে নয়, বরং সৎ ও যোগ্য প্রার্থীকেই এবার ভোট দিতে চান সাধারণ ভোটাররা।
শহরের টেকপাড়ার একজন অটোরিকশা চালক জানান, এবার আধুনিক পৌরসভা গঠন হবে মাদক ও নেশা মুক্ত, শহর হোক সন্ত্রাস মুক্ত। তাছাড়া পরিচ্ছন্ন বাজার, ড্রেনেজ ব্যবস্থাসহ মানুষের আস্থার কেন্দ্র বিন্দুতে পরিণত হবে আমাদের কক্সবাজার। তার জন্য একজন সৎ মেয়র দরকার।
এদিকে কক্সবাজারের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান ও স্বতন্ত্র প্রার্থী মাসেদুল হক রাশেদ এর জনপ্রিয়তায় একটি অসাধু মহল নাখোশ হলেও পৌরবাসী তার পক্ষেই অবস্থান করছেন বলে জানান তার কয়েকজন ভক্ত।
তার মরহুম পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠসহচর, বীর মুক্তিযোদ্ধা একে.এম. মোজাম্মেল হক কক্সবাজার পৌরসভার প্রথম
নির্বাচিত চেয়ারম্যান ছিলেন এবং আমৃত্যু কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বঙ্গবন্ধুর আদর্শের মুক্তিযোদ্ধা চেতনায় সারাজীবন
মানুষের সেবা করে গেছেন। তারই ধারাবাহিকতায় মরহুম এ.কে.এম মোজাম্মেল হকের রক্তের উত্তরাধিকারি হিসেবে, মানুষের সেবা করা এবং বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তিনি প্রার্থী হয়েছেন বলে জানান মাশেদুল হক রাশেদ। এক প্রতিক্রিয়ায় তিনি জানান,আমার ও আমার পরিবারের সদস্যদের নৈতিক দায়িত্ব হিসেবে আমার পরিবার আপনাদের সাথে আছে, ছিল,থাকবে । যার ফলস্বরূপ আপনারা আমার ছোট দুই ভাই শাহিনুল হক মার্শাল কে জেলা পরিষদ চেয়ারম্যান ও কায়সারুল হক জুয়েলকে কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে জনগণের সেবা করার সুযোগ দিয়েছেন।
তারই ধারাবাহিকতায় এবার শত বছরের ঐতিহ্যবাহী কক্সবাজার পৌরসভার আসন্ন পৌর নির্বাচনে অধিকার বঞ্চিত মানুষের পক্ষে কথা বলতে আমিও কক্সবাজারের সন্তান হিসাবে মেয়র পদে লড়তে ইচ্ছুক।
নাগরিক কমিটির মনোনীত মেয়র প্রার্থী মাশেদুল হক রাশেদ এর নির্বাচনী ইশতেহার “স্বপ্নযাত্রার” আংশিক হুবহু তুলে ধরা হলো।
প্রিয় পৌরবাসী,
কক্সবাজার পৌরসভা ১২টি ওয়ার্ড আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটন নগরী কক্সবাজারের প্রতিটি অলি-গলি আমার ভালো করে চেনা-জানা। পাশাপাশি এ এলাকার প্রতিটি সংকটও
আমার চোখে দৃশ্যমান । কিন্তু বর্ধিত পৌরসভার অনেক ওয়ার্ড গুরুত্বপূর্ণ হলেও এখানের অধিবাসীরা অনেক ক্ষেত্রে তাদের নাগরিক সেবা থেকে বঞ্চিত। বিভিন্ন ক্ষেত্রে তাদের
জনদুর্ভোগ-দুর্দশা আমাকে ভাবিয়ে তুলেছে। এজন্য আমি প্রতিটি ওয়ার্ডে সমঅধিকার নিশ্চিত করে আধুনিক প্রযুক্তিনির্ভর মাদকমুক্ত পরিচ্ছন্ন ওয়ার্ড গড়তে নির্বাচনে
অংশনিয়েছি।
সুপ্রিয় পৌরবাসী,
আমার নির্বাচনী ইশতেহারের নাম ‘স্বপ্নযাত্রা’। জনগণের ভোটে আল্লাহ আমাকে বিজয়ী করলে এ ইশতেহার বাস্তবায়ন করে আমি প্রতিটি ওয়ার্ডের সকল মানুষের সেবক হতে চাই। নাগরিক মর্যাদা ও সম্মান সংরক্ষণ এবং গুণীজন সম্মাননা, জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি মোকাবিলায় সহনশীল পরিবেশ বান্ধব শহর হিসেবে গড়ে তোলা,
সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সংরক্ষণ, শিশু-বয়স্ক ও প্রতিবন্ধী সহায়ক পরিকল্পনা গ্রহণ, মাদকবিরোধী পর্যটন শহর গড়া, নারী অধিকার প্রতিষ্ঠায় সহায়তা প্রদান, শহরবাসীর স্বাস্থ্য উন্নয়ন, পার্ক, উদ্যান ও বৃক্ষ সংরক্ষণ, ক্রীড়া, বিনোদন ও শরীর চর্চার সুযোগ সৃষ্টি, ভেজালমুক্ত বিশুদ্ধ পানী ও খাদ্য সরবরাহের নিশ্চিত করণ, পৌরশহরে আরো স্কুল ও কলেজ প্রতিষ্ঠা, পৌর প্রিপ্যারাটরি উচ্চ বিদ্যালকে কলেজে উন্নতি করা।
যুব সমাজকে তথ্য-প্রযুক্তি শিক্ষায় উদ্বুদ্ধকরণ,কক্সবাজার পৌরসভার অধিনে আইসিটি স্কুল নির্মান করা,
পৌর শহরে স্বাস্থ্যসেবার পরিধি আরো বাড়ানো ও ওয়ার্ড ভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা,পর্যটন নগরীতে সকাল-বিকাল
ব্যবস্থাপনা ও নগরীর
ভ্রমণ ও পায়ে হেঁটে চলাচলের জন্য ওয়াকওয়ে নির্মাণ, রাস্তাঘাট ড্রেন-কালভার্ট নির্মাণ ও সংস্কার, ফুটপাতের সৌন্দর্যবর্ধন, বর্জ্য
পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করণ,
রাস্তা-গুরুত্বপূর্ণ মোড় প্রসস্থকরণ ও রোড ডিভাইডার নির্মাণ, গুরুত্বপূর্ণ মোড়ে এলইডি লাইট স্থাপন, পর্যটন
ব্যস্ততম বিভিন্ন মোড়ে ওভারব্রিজ নির্মাণ,ও সিসি টিভি স্থাপন।
যানজট নিরসনে অবৈধ ভাবে চলা যানবাহন শহরে প্রবেশ বন্ধ করা, আধুনিক বাসটার্মিনাল নির্মাণ,
কক্সবাজার পৌরসভার বেহাত হওয়া জমি উদ্ধার ও বিভিন্ন সময়ে অবৈধভাবে লিজ দেওয়া জমি
উদ্ধারে পদক্ষেপ গ্রহণ।
যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় জানমাল রক্ষায় দ্রুত উদ্ধার কাজ পরিচালনার জন্য
আধুনিক যন্ত্রপাতি ক্রয়, নগরীর সৌন্দর্যবর্ধন, জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে সকল ছড়া-খাল উদ্ধার ও খনন।
হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, পানীয় জলের মাসিক চার্জসহ পৌরসভার অন্যান্য সেবা অটোমেশন ও অনলাইনকরণ ও চার্জ কমিয়ে আনা।
জনদূর্ভোগ কমাতে জন্মনিবন্ধন কার্যক্রম আরো সহজি করণে ব্যবস্থা
গ্রহণ ও সর্বক্ষেত্রে জবাবদিহিতা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা।
আসন্ন পৌরসভা নির্বাচন ২০২৩ আমি মাশেদুল হক রাশেদ কক্সবাজার নাগরিক কমিটির মনোনীত একজন মেয়র প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন
কামনা করছি। আমি মেয়র নির্বাচিত হলে
পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করবো ইনশা আল্লাহ।