বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
স্ত্রী-সন্তানসহ বেসিক ব্যাংকের বাচ্চুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক চিকিৎসককে মারধর, দ্বিতীয় দিনের মতো কক্সবাজার সদর হাসপাতালে কর্মবিরতি মাদক কারবারির ভবন জব্দ করল দুদক ঢাকাসহ চার বিভাগে অতিভারী বর্ষণ, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক ১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান উখিয়ায় রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই কক্সবাজারে চিকিৎসককে মারধর: সরকারিতে সেবা বন্ধ হলেও চালু আছে বেসরকারি হাসপাতালে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল

পেটে করে কক্সবাজার থেকে আনা ইয়াবা থানার শৌচাগারে গিয়ে বের করে দিলেন

পেটে করে আনা ইয়াবাসহ কুষ্টিয়ার মিরপুরে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম সংবাদ সম্মেলন করে বলেন, ‘বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার ধুবইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া ব্রিজের পাশে অভিযান চালিয়ে সুজাত আলী (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।’

তিনি বলেন, ‘তাকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে, কক্সবাজার থেকে ইয়াবা কিনে ছোট ছোট পুটলি করে গিলে মাধ্যমে পেটের মধ্যে করে নিয়ে এসেছে। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে এলে আসামি শৌচাগারে গিয়ে ইয়াবার ৪৫টি পুটলি বের করে দেয়। পুটলি গুলো খুলে এক হাজার ৪৫৭ পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য চার লাখ ৩৭ হাজার ১০০ টাকা।’

ওসি আরও বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) ১০ (ক) ধারায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- এসআই এমদাদুল হক, এএসআই দিপন, এএসআই মেহেদী হাসান।