বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
স্ত্রী-সন্তানসহ বেসিক ব্যাংকের বাচ্চুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক চিকিৎসককে মারধর, দ্বিতীয় দিনের মতো কক্সবাজার সদর হাসপাতালে কর্মবিরতি মাদক কারবারির ভবন জব্দ করল দুদক ঢাকাসহ চার বিভাগে অতিভারী বর্ষণ, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক ১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান উখিয়ায় রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই কক্সবাজারে চিকিৎসককে মারধর: সরকারিতে সেবা বন্ধ হলেও চালু আছে বেসরকারি হাসপাতালে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল

রোহিঙ্গা সন্ত্রাসীদের হাত থেকে বেঁচে ফিরলেন ২ জেলে

কক্সবাজারের নাফ নদী থেকে রোহিঙ্গা উগ্রপন্থী সংগঠনের হাতে অপহৃত দুই বাংলাদেশি জেলে মুক্তিপণ দিয়ে বেঁচে ফিরেছেন।

সোমবার (১০ জুলাই) দিনগত রাত ১২টার দিকে হোয়াইক্যং উনচিপ্রাং এলাকার সাইফুল হকের ছেলে মোহাম্মদ মানিক (১৮) ও একই এলাকার বখতারের ছেলে সোহেল বদি (১৮) নামের দুই জেলে প্রাণে বেঁচে ফিরে আসেন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার রশিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মুক্তিপণের বিনিময়ে ঐ দুই জেলে ফিরে এসেছেন। তাদের খুব মারধর করা হয়েছে। দুইজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

অপহৃত যুবক মোহাম্মদ মানিক জানান, আমি প্রতিদিনের মতো আমাদের চিংড়ি ঘেরে যাই। ঘেরটি নাফ নদী সংলগ্ন। হঠাৎ কয়েকজন লোক এসে একটি ডিঙি নৌকায় করে আমাদের মিয়ানমারের অভ্যন্তরে একটি দ্বীপে নিয়ে যায়। সেখানে একটি ঘরে হাত-পা বেঁধে আমাদের মারধর করা হয়। কিছুদিন আগে আমাদের এলাকার বাসিন্দা নবী হোসেন গ্রুপের সদস্য জামালের (এজেন্ট) একটি ইয়াবার চালান খালাস হাওয়ার সময় সে আটক হয়। আমরা প্রসাশনকে সহযোগিতা করেছি মনে করে জামাল আমাদের রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের হাতে তুলে দেয়।

তিনি আরো জানান, আমাদের যখন মারধর করা হয় তখন জামাল কল করে বলে, আমাদের যেন হত্যা করা হয়। পরে যে ইয়াবার চালান আটক হয়েছিল সেটার ক্ষতিপূরণ দিয়ে আমরা ফিরে এসেছি।

টেকনাফ মডেল থানার ওসি আবদুল হালিম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।