বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০২ অপরাহ্ন
আওয়ামী লীগ পেশিশক্তি, বৈদেশিক শক্তি কিংবা ষড়যন্ত্রের শক্তিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, আওয়ামী লীগ জনগণের শক্তিতে চলে। জনগণের ম্যান্ডেট ছাড়া আওয়ামী লীগ কখনো কাজ করে না।
মঙ্গলবার (১১ জুলাই) বেলা ১১টায় রাজধানীর টিসিবি কার্যালয় মিলনায়তনে মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বদলে দেওয়ার যে কথা বলেছিলেন, তিনি যথার্থই বদলে দিয়েছেন দেশকে। দেশে পরিবর্তনের যে ধারা সেটি সবারই নজরে পড়ছে। আসাদুজ্জামান খান বলেন, দেশে যখন স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে, তখন ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র শুরু করেছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এজন্যই বলেছিলেন, তোমরা যদি এগিয়ে যেতে চাও, বদলে দিতে চাও তবে বাংলাদেশকে অনুসরণ কর।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা কোনোদিন জনগণের শক্তিকে বিশ্বাস করেনি তারাই আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তারা নির্বাচনে বিশ্বাস করে না, জনগণের শক্তিকে বিশ্বাস করে না। জনগণও তাদেরকে বিশ্বাস করে না।
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, আমরা যদি একত্র থাকি তাহলে কোনো ষড়যন্ত্রই কাজ করবে না। সবাই ঐক্যবদ্ধ থাকেন। যখনই নেতৃবৃন্দ ডাক দেবে সঙ্গে সঙ্গে সাড়া দেবেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তর আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।