বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান উখিয়ায় রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই কক্সবাজারে চিকিৎসককে মারধর: সরকারিতে সেবা বন্ধ হলেও চালু আছে বেসরকারি হাসপাতালে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল কক্সবাজারের পুলিশ এখন থেকে ইনসাফের সাথে কাজ করবে- পুলিশ সুপার মোঃ রহমতুল্লাহ সরকার পরির্তনের ফলে টেকনাফ এর শাহপরীরদ্বীপে ভূমিদস্যুদের কবল থেকে চিংড়ি ঘের ও চাষাবাদের জমি অপদখল রক্ষা পেতে যৌথ বাহিনী বরাবরে আবেদন করেছেন ক্ষতিগ্রস্তরা ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে হট্টগোল, বাতিল হতে পারে দুই প্রজ্ঞাপন রোহিঙ্গা ক্যাম্পে গণস্বাস্থ্য কেন্দ্রের অদক্ষ চালকের ভুলে শিশুর মৃত্যু রাজধানী থেকে তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্রেপ্তার আমরা রাষ্ট্রীয় সফরে আসিনি, সরকারের কাছে নিরাপত্তা চাইনি: হাসনাত আবদুল্লাহ

কক্সবাজারে কলেজছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে তরুণ গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় কলেজছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ ও ভিডিও চিত্র ছড়িয়ে দেওয়ার অভিযোগে শাহরিয়াজ মোহাম্মদ হৃদয় (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার উলুবনিয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা ডুলাহাজার বাসিন্দা।

চকরিয়া থানা-পুলিশ ও কলেজছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, গত মে মাসে কলেজ থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে জোর করে তুলে নিয়ে নির্জন স্থানে ধর্ষণ ও ভিডিও ধারণ করা হয়। ঘটনার পরপরই কলেজছাত্রীর পরিবার মামলার করার প্রস্তুতি নেন। ওই ছাত্রীর পরিবারকে আইনের আশ্রয় নিলে গুলি করে মেরে ফেলারও হুমকি দেন অভিযুক্তের পরিবার। পরে কলেজছাত্রীর পরিবার ভয়ে চুপ হয়ে যায়।

কয়েক দিন আগে ধর্ষণের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওটি পুলিশের নজরে এলে ওই কলেজছাত্রীকে থানা-পুলিশ হেফাজতে নেয়। অভিযুক্ত তরুণকে ধরতে পুলিশের একাধিক দল অভিযানে নামে। গতকাল রাত ১১টার দিকে ডুলাহাজারা থেকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, ধর্ষণের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে থানায় মামলা করা হয়েছে। হৃদয় মামলার প্রধান আসামি। মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।