রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন
কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া সদরের নন্দীরপাড়ায় বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
মঙ্গলবার (৮ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ শাহজাহান এই ত্রাণ বিতরণ করেন।
এ সময় মুহাম্মদ শাহজাহান বলেন, যেকোনো দুর্যোগে জামায়াত ইসলামী মানুষের কল্যাণে কাজ করে থাকে।
জামায়াত ইসলামী চকরিয়া-পেকুয়ায় বন্যা কবলিত অসহায় মানুষের পাশে রয়েছে। কোনো ষড়যন্ত্রই আমাদেরকে আর্ত-মানবতার কল্যাণে কাজ করা থেকে বিরত রাখতে পারবে না।
নানা বাধা-বিপত্তি থাকা সত্ত্বেও মজলুম সংগঠন জামায়াত ইসলামী বন্যাদুর্গতদের পাশে সাধ্যমত সহায়তার হাত প্রসারিত করেছে।
এই মুহূর্তে দেশের বিত্তশালী ও হৃদয়বানদের উচিত বন্যার্তদের পাশে দাঁড়ানো।’
তিনি আরও বলেন, ‘চকরিয়া-পেকুয়া প্রায় পুরো এলাকা পানির নিচে। পুরো চকরিয়া বন্যার পানিতে ভাসছে। চারিদিকেবন্যার্ত মানুষের আর্তনাদ।
এই কঠিন বালা-মুসিবত থেকে রক্ষার জন্য বেশি বেশি আল্লাহর দরবারে মিনতি জানাতে হবে।
মজলুম সংগঠন জামায়াতে ইসলামী বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।
ত্রানবিতরন কালে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার শহর জামায়াতের আমির ও চকরিয়া পেকুয়া আসনে জামায়াত মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুক,চকরিয়া পৌরসভা আমির আরিফুল কবির পেকুয়া
উপজেলা সাবেক ভাইচ চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মনজু জামায়াত নেতা জয়নাল আবেদীন ছাত্রনেতা ইসমাইল মুনিরী প্রমুখ