রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন
কামাল শিশির,ঈদগড় ::
রামুর দক্ষিন মিঠাছড়ি উমখালী বিলে মাছ ধরতে গিয়ে ছৈয়দ করিম (২৩) নামের এক মৃগীরোগী পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগষ্ট) দুপুর ১টার দিকে এঘটনাটি ঘটে। সে মধ্যম উমখালী কাজীর পাড়া এলাকার ওয়াজেদ আলীর পুত্র এবং দু সন্তানের জনক।
স্থানীয় এলাকাবাসী জানান ফেনি, (জাল) দিয়ে মাছ ধরতে মধ্যম উমখালী বিলে (ফেলি টেলা) অবস্থায় মৃগী রোগে আক্রন্ত হয়ে পানিতে পড়ে যায়।
অন্য একজন ব্যক্তি মাছ ধরার জন্য বিলে গেলে ডুবন্ত অবস্থায় তাকে দেখে সনাক্ত করে।
পরে খবর পেয়ে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর খবর শুনে তার সহপাঠীরা দেখার জন্য ভিড় করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।