বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৬ অপরাহ্ন
কক্সবাজারের টেকনাফ নাফনদীতে অভিযান চালিয়ে ৫.২৬৮কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত কাঠের নৌকাটিও জব্দ করা হয়েছে। ১৫ আগস্ট রাতে লেদা এলাকা সংলগ্ন নাফনদী থেকে এসব মাদক জব্দ করা হয়।
১৬ আগস্ট বিকাল ২টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দিন আহমেদ জানান, ১৫ আগস্ট গভীর রাতে মায়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে ২ বিজিবি ব্যাটালিয়নের পৃথক কয়েকটি টহল দল নাফনদী ও বেড়িবাঁধের আড়ে কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর হঠাৎ বাংলাদেশ সীমান্তের দিকে আসতে থাকা একটি নৌকাকে চ্যালেঞ্জ করে।
বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে নাফ নদীতে লাফ দিয়ে শূন্য লাইন অতিক্রম করে মায়ানমার অভ্যন্তরে পালিয়ে যায় পাচারকারীরা। পরে তাদের ফেলে যাওয়া নৌকা তল্লাশী করে ৬টি প্লাষ্টিকের ব্যাগ দিয়ে মোড়ানো প্যাকেট উদ্ধার করে। যেসব প্যাকেটের ভেতর হতে ৫.২৬৮ কেজি ক্রিস্টাল মেথ বা আইস এবং ৫ লক্ষ পিস ইয়াবা মালিকবিহীন অবস্থায় জব্দ করতে সক্ষম হয়।
তিনি আরো জানান,গোয়েন্দা নজরদারীর মাধ্যমে মাদককারবারীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।