বিশেষ প্রতিনিধি,টেকনাফ
টেকনাফ উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আদনান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বেসরকারি উন্নয়ন সংস্হা সোসাইটি ফর হেলথ এক্সটেনশন এন্ড ডেভলাপমেন্ট (শেড)এর কর্মকর্তাবৃন্দ ।
নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসারকে শুভেচ্ছা জানাতে প্রায় প্রতিদিনই তার কার্যালয়ে আসছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। তারই ধারাবাহিকতায় সোমবার ০৯ সেপ্টম্বর’২৩ সকাল ১১ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসার কে ফুলেল শুভেচ্ছা জানান এবং শেডের কার্যক্রম সম্পর্কে অবগত করেন এবং উপস্থিত হন “বেসরকারি উন্নয়ন সংস্হা সোসাইটি ফর হেলথ এক্সটেনশন এন্ড ডেভলাপমেন্ট” (শেড) এর কর্মকর্তাবৃন্দ ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আদনান চৌধুরী সংস্হার প্রতিনিধির কাছ থেকে কার্যক্রম সম্পর্কে অবগত হয়ে স্হানীয় সংস্হা হওয়া সত্বে ও প্রতিবন্ধকতা কাটিয়ে এর চ্যালেন্জ মোকাবেলা করে চলমান মানবতার সমাজিক কার্যক্রম সমূহের প্রশংসা করেন । শেডের কার্যক্রমের সহযোগিতা এবং পাশে থাকার আশ্বাস দেন।
শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন, সোসাইটি ফর হেলথ এক্সটেনশন এন্ড ডেভলাপমেন্ট (শেড) এর হিউম্যান রিসোর্স ম্যানেজার মোহাম্মদ ইসমাইল,শেড A4T প্রজেক্ট এর পি,এম, বদিউল আলম,এবং শেড মোখা রেসপোন্স প্রজেক্ট এর পি,এম, সাইফুদ্দিন।
Related