বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের রাজারকুল রেঞ্জের দারিয়ারদীঘি বিটের কম্বনিয়া এলাকায় বনভূমি জবরদখল ঠেকাতে গিয়ে বিট কর্মকর্তাসহ ২৮জন বনকর্মী আহত হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এই হামলার ঘটনাটি ঘটে।
আহতদের মধ্যে রাজারকুল সদর বিট কর্মকর্তা জহিরুল আলমের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয় ২০ জন লোককে ঘর নির্মাণের জন্য এককালীন ৭০ হাজার করে টাকা করে প্রদান করে একটি এনজিও। তারা ওই টাকায় বনভূমিতে পাকা ঘর নির্মাণের চেষ্টা চালায়। অবৈধ ঘর নির্মাণের খবরে সহকারী বন সংরক্ষক ( এসিএফ) আনিসুর রহমানের নেতৃত্বে বনকর্মীরা বাধা দেয়।
এ সময় ৩/৪ শ জবরদখলকারী লাঠিয়াল বাহিনী বনকর্মীদের আক্রমণ করে। এতে ২৮জন বনকর্মী আহত হয়। তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রামু চিকিৎসা দেওয়া হয়। ৩জন মারাত্মকভাবে আহত হওয়ায় রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা।
রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হুদা বলেন, বিষয়টি শুনেছি। তবে সন্ধ্যা ৭ টা পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।