রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১১ পূর্বাহ্ন

১ লাখ পিস ইয়াবা মামলা ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

কাজল কান্তি দে,কক্সবাজার:

এক লক্ষ পিচ ইয়াবা টেবলেট পাচারের মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। একইসাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

সোমবার ৯ (অক্টোবর) কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় ঘোষণা করেন। একই কার্যালয়ের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন। <span;>দন্ডিত আসামীরা হলো : এ.কে ফজলুল হকের পুত্র আবদুল আমিন প্রকাশ দুলু এবং আবদুল হাকিমের পুত্র মুজিবুর রহমান। রায় ঘোষণার সময় দন্ডিত আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।


রাষ্ট্র পক্ষের আইনজীবী ( পিপি) এডঃ ফরিদুল আলম বলেন, ২০১৯ সালের ১৬ মে টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনায় দন্ডপ্রাপ্ত আসামী আব্দুল আমিন ও মুজিবুর রহমানের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করে এবং তাদের আটক করে। মামলার সাক্ষ্য গ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে তাদের দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে । একইসাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে রাষ্ট্রপক্ষের এই আইনজীবী কক্সবাজারের ইয়াবার মামলা গুলি দ্রুত নিষ্পত্তি হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।