রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন

কক্সবাজারে শতাধিক অভিযোগ নিয়ে দুদকের গণশুনানি শুরু

কক্সবাজার ৭১ প্রতিবেদক:

কক্সবাজার ৬৯টি সরকারি দপ্তরের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে গণশুনানি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১১অক্টোবর) কক্সবাজার পাবলিক লাইব্রেরির সুভাষ হলের অডিটোরিয়ামে সকাল ১০টায় এ গণশুনানির আয়োজন করা হয়।

গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত ) মোহাম্মদ জহুরুল হক।

এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান। জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দুদক জানায়, কক্সবাজারে অবস্থিত বিভিন্ন সরকারি দফতরে সেবা সহজিকরণ ও হয়রানি বা দুর্নীতি বন্ধে এ গণশুনানির আয়োজন করা হয়েছে।