বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৪ অপরাহ্ন
কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১.০৫৮ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইসের মূল্য প্রায় ৫ কোটি ২৯ লাখ টাকা।
মঙ্গলবার (৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কক্সবাজার বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, বালুখালী বিওপির বিশেষ টহল কমান্ডার নাঃ সুবেঃ মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে ধামনখালি পোস্ট মাস্টারের কাটি নামক স্থান থেকে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় ১.০৫৮ কেজি বার্মিজ ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইসগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরে জমা রাখা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।