বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
অতিরিক্ত পুলিশ সুপার মো: মিজানুর রহমান সদর সার্কেল কক্সবাজার জেলায় যোগদান করেন গত ২১ সালের শেষের দিকে । সদর সার্কেল অফিস, কক্সবাজার যোগদানের পর থেকে সততা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন তিনি। পর্যটন নগরী কক্সবাজারে শান্তি শৃঙ্খলা ফেরাতে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি।
তাঁর নেতৃত্বে কাজ করছেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) রকিবুজামানসহ পুলিশের চৌকস দল।
কক্সবাজার সদরে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে এবং দেশের মানুষের সার্বিক নিরাপত্তায় মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনী, পুলিশ যে শুধু আইনশৃংঙ্খলা রক্ষায় কাজ করে তা নয়, মানবিক নানা কাজও করে থাকে।
পুলিশিংয়ের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়াতে তাদের কোন কমতি নেই। অপরাধ দমনের চেয়ে অপরাধ যাতে না হয় সে ব্যবস্থা করতে পুলিশ কাজ করছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের বন্ধু হিসেবে পুলিশকে দায়িত্ব পালন করতে তাদের নিরলস প্রচেষ্টা রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
ইতোমধ্যে তাঁর নেতৃত্বে পুলিশের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের চিত্র উঠে এসেছে।
১। পাচারকৃত ০৭ (সাত) জন ভকিটমি উদ্ধার এবং মানব পাচারকারী চক্ররে মূল হোতা সহ ০৪(চার) জন গ্রেফতারঃ
কক্সবাজার সদর মডলে থানায় দায়রেকৃত গত ০৪/০৯/২০২৩ এবং ১৭/০৯/২০২৩ ইং তারখিরে পৃথক পৃথক নখিোঁজ জডিরি প্রক্ষেতিে নখিোঁজ ব্যক্তদিরে উদ্ধাররে লক্ষ্যে গত ২৫/০৯/২৩ ইং তারিখ অতরিক্তি পুলশি সুপার, সদর র্সাকলে, জনাব মজিানুর রহমান এর নতেৃত্বে কক্সবাজার সদর থানার একটি টমি জলোর টকেনাফ থানা এলাকায় ইন্টলে লডি পুলশিংি এর মাধ্যমে জানতে পারে কক্সবাজার সদর, চকরযি়া, মহশেখালী, উখযি়া এবং সরিাজগঞ্জ এলাকার কতপিয় কশিোর ও যুবক লোভ ও অসচতেনতার বশর্বতি হয়ে উন্নত জীবনরে প্রত্যাশায় বভিন্নি দালাল ও প্রতারক চক্ররে মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার উদ্দশ্যেে সংঘবদ্ধ মানব পাচারকারী চক্ররে হাতে পড়।ে উক্ত চক্রটি এদরেকে টকেনাফ থানাস্থ দক্ষণি লঙ্গেুর বলি এলাকার জনকৈ তযৈ়বরে বাড়তিে নযি়ে জড়ো করে এবং তাদরেকে জানায় পুলশিী তৎপরতার কারনে সরাসরি মালয়েশিয়া যাওয়া যাবে না বধিায় মায়ানমার হয়ে মালোয়শযি়া যতেে হব।ে সে লক্ষ্যে পাচারকারীরা নখিোঁজ ব্যক্তদিরে নৌকা যোগে টকেনাফ হতে মায়ানমার নযি়ে যায় এবং মানব পাচারকারী চক্ররে মায়ানমাররে সদস্যরা তাদরেকে সখোনে আটক করে রাখ।ে উক্ত চক্রটি নখিোঁজ ব্যক্তদিরে আত্মীয়-স্বজনদরে কাছে ইমো এ্যাপস এবং মায়ানমাররে মোবাইল নম্বররে মাধ্যমে যোগাযোগ করে তাদরে শারীরকি নর্যিাতন করতঃ মুক্তরি জন্য মোটা অংকরে টাকা দাবী কর।ে উক্ত তথ্যরে ভত্তিতিে অতরিক্তি পুলশি সুপার, সদর র্সাকলে মোঃ মজিানুর রহমানরে নতেৃত্বে কক্সবাজার জলোধীন টকেনাফ থানা এলাকায় সাড়াশি অভযিান পরচিালনা করযি়া টকেনাফ থানাধীন দক্ষণি লঙ্গেুর বলি এলাকা হতে চক্রের মূলহোতা বেলালসহ চক্রের ৪ চার সদস্যেকে গ্েরফতার করা হয়। পুলশি পাচারকারী চক্রদরে বভিন্নি আস্তানা এবং সহযোগদিরে বাসা অভযিান পরচিালনা করলে এবং গ্রফেতারকৃত পাচারকারীদরে মাধ্যমে কৌশলে পাচার হওয়া ০৭ (সাত) জন ভিকটিমকে মায়ানমার থকেে টকেনাফে এনে উদ্ধার করা হয়।
সূত্র:- কক্সবাজার এর কক্সবাজার সদর থানার ,এফআইআর নং-৪৯, তারিখ- ২৫ সেপ্টেম্বর, ২০২৩; জি আর নং-৫৩৮, তারিখ- ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ধারা-৭/৮ মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২।
২। ৩টি অস্ত্র ও ১৫ রাউন্ড গুলিসহ ডকারত সর্দার গ্রেফতার এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আহতঃ
ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ২ ডাকাত গ্রেফতার। গত ১৩/০৮/২০২৩খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় জনাব মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কক্সবাজার এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কক্সবাজার সদর থানাধীন ভারুয়াখালী উইপিস্থ উল্টাখালী ফকিরের কবরের বাজারের পশ্চিমপাশে খালি জায়গায় অভিযান পরিচালনাকালে অস্ত্রধারী আসামীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। জনাব মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কক্সবাজার অসীম সাহসীকতার সহিত সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় আসামী আব্দুল জলিল (৪২) ও আসামী সাইফুল ইসলাম (৩২)দের কে গ্রেফতারকালে আসামী আব্দুল আজিজের হাতে থাকা অস্ত্র দিয়ে আঘাত করিলে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ডান হাতে আঘাতপ্রাপ্ত হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় থেকে ১। ২টি এলজি পিস্তল, ২। ১টি একনলা বন্দুক, ৩। ১৫ রাউন্ড গুলি, ৪। ১টি রামদা, ৫। ১টি দা, ৬। ১টি ছোরা উদ্ধার করা হয। স্থানীয়ভাবে জানা যায় যে, আটককৃত ও পলাতক অজ্ঞাতনামা আসামীদের একটি দল কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে প্রায়শই ছিনতাই ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড করে আসতেছে।
সূত্র:-
১) কক্সবাজার এর কক্সবাজার সদর থানার ,এফআইআর নং-৩৪, তারিখ- ১৪ আগস্ট, ২০২৩; জি আর নং-৪৪৮, তারিখ- ১৪ আগস্ট, ২০২৩খ্রিঃ, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০;
২) কক্সবাজার সদর থানার ,এফআইআর নং-৩৫, তারিখ- ১৪ আগস্ট, ২০২৩; জি আর নং-৪৪৯, তারিখ- ১৪ আগস্ট, ২০২৩, ধারা-১৯অ ঞযব অৎসং অপঃ, ১৮৭৮.
৩) কক্সবাজার এর কক্সবাজার সদর থানার ,এফআইআর নং-৩৬, তারিখ- ১৪ আগস্ট, ২০২৩; জি আর নং-৪৫০, তারিখ- ১৪ আগস্ট, ২০২৩খ্রিঃ, ধারা-১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩২৪/৩২৫/৩০৭ পেনাল কোড ১৮৬০;
৩। ৩টি অস্ত্র ও ৯৮ রাউন্ড গুলিসহ ২ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতারঃ
গত ১৯/০৮/২০২৩খ্রিঃ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় জনাব মোঃ মিজানুর রহমান, বিপি-৮৩১৩১৫৯৩৯৭, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কক্সবাজার এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কক্সবাজার সদর থানাধীন ভারুয়াখালী ইউপিস্থ ০৪নং ওয়ার্ডস্থ ভারুয়াখালী বাজারের পুতুইন্যা খলিফার গ্রীল ও ওর্য়াকশপের দোকানের ভিতর একদল অবৈধ অস্ত্রধারী আসামীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা কালে অতিরিক্ত পুলিশ সুপার সঙ্গীয় ফোর্সসহ জীবনের ঝুঁকি নিয়ে অস্ত্রধারী আসামী মোঃ বাবুলকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে বাবুলের দেহ তল্লাশীকালে ১। ৩টি দেশিয় তৈরি এলজি ও ২। ৯৮ রাউন্ড গুলি উদ্ধার করেন।
সূত্র:-কক্সবাজার এর কক্সবাজার সদর থানার ,এফআইআর নং-৫০, তারিখ- ২০ আগস্ট, ২০২৩; জি আর নং- ৪৬৪, তারিখ- ২০ আগস্ট, ২০২৩, ধারা- ১৯অ ঞযব অৎসং অপঃ, ১৮৭৮.
৪। ৩টি অস্ত্র ও ৮২ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী ও ছিনতাইকারী গ্রেফতার।
গত ০২/০৬/২০২৩খ্রিঃ তারিখ রামু থানাধীন ঈদগড় ইউপি এলাকায় জনাব মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কক্সবাজার এর নেতৃত্বে মাদক ও অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রামু থানাধীন ঈদগড় ইউপিস্থ ৮নং ওয়ার্ডস্থ ছগিরাকাটা তুলাতলি ফরেস্ট অফিসের সামনে ঈদগড় বাজার টু বাইশারীগামী পাঁকা রাস্তার উপর ১২.১৫ ঘটিকা হতে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করলে আসামীরা চেকপোষ্টের সামনে এসে মোটরসাইকেল ঘুরাইয়া পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় মোটরসাইকেলসহ ৩ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে আসামীদের দেহ তল্লাশী করে ১টি দেশীয় তৈরি (এলজি) পিস্তল ও ৮০ রাউন্ড গুলি উদ্ধার করেন। এবং গত ০৩/০৬/২০২৩খ্রিঃ তারিখ কক্সবাজার সদর মডেল থানাধীন কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়া সাকিনস্থ সিকদার বাজার এর দক্ষিণ পার্শ্বে কালভার্ট এর উপর জনাব মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কক্সবাজার এর নেতৃত্বে অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পাইয়া দিক-বিদিক দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় জনমতে আতঙ্কসৃষ্টিকারী র্দূর্ধর্ষ ছিনতাইকারী হাতী সোহেলসহ ৩ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে আসামীদের দেহ তল্লাশী করে ১টি দেশীয় তৈরি (এলজি) পিস্তল, ২টি কার্তুজ, ১টি স্টিলের চাকু, ১টি কিরিচ ও ৫টি লোহার রড উদ্ধার করেন।
সূত্র:- ১। কক্সবাজার এর রামু থানার ,এফআইআর নং-৫, তারিখ- ০২ জুন, ২০২৩; জি আর নং-২৮০, তারিখ- ০২ জুন, ২০২৩, ধারা- ১৯(ঋ) ঞযব অৎসং অপঃ, ১৮৭৮.
২। কক্সবাজার সদর মডেল থানার ,এফআইআর নং-৯, তারিখ- ০৩ জুন, ২০২৩; জি আর নং-৩০৩, তারিখ- ০২ জুন, ২০২৩, ধারা- ১৯(অ)/১৯(ঋ) ঞযব অৎসং অপঃ, ১৮৭৮
৫। সাগরে মাছ ধরার ট্রলারে চাঞ্চল্যকর ও আলোচিত ১০ হত্যাকান্ডের রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার, ডাকাতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার, লাশ উদ্ধার, লাশ মর্গে প্রেরণ, ডিএনএ নমুনা সংরক্ষণ ও পরীক্ষা শেষে লাশ স্বজনদের হস্থান্তরঃ
গত ২৩/০৪/২০২৩খ্রিঃ তারিখ কক্সবাজার সদর মডেল থানাধীন কক্সবাজার পৌরসভার ০১নং ওয়ার্ডস্থ উত্তর কুতুবদিয়া সাগরপাড় এলাকায় একটি বোটে ১০ জন মাঝির লাশ পাওয়া যায় উক্ত ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা রুজু হলে জনাব মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কক্সবাজার প্রযুক্তির সহায়তায় ও ছায়া তদন্তকরে মামলার রহস্য উদঘাটনপূর্বক দেশের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারীসহ ০৯ জন আসামীকে গ্রেফতার করেন। অসামীদের মধ্যে ০৭ জন আসামী বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ মোতাবেক জবানবন্দি প্রদান করে। এই মামলার অভিযোগপত্র দ্রুত দাখিল করা হবে। এছাড়াও তিনি ভিকটিমদের লাশ উদ্ধার, লাশ মর্গে প্রেরণ, ডিএনএ নমুনা সংরক্ষণ ও পরীক্ষা শেষে লাশ স্বজনদের হস্থান্তরের ব্যবস্থা করেন। উক্ত মামলায় রহস্য উদঘাটনসহ আসামীদের গ্রেফতারে তিনি সরাসরি অংশগ্রহণ করেন।
সূত্র:- কক্সবাজার এর কক্সবাজার সদর থানার ,এফআইআর নং-৪৫, তারিখ- ২৫ এপ্রিল, ২০২৩; জি আর নং-২১৮, তারিখ- ২৫ এপ্রিল, ২০২৩, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০;
৬। চাঞ্চল্যকর ও আলোচিত কক্সবাজার সদর উপজেলার সাবেক ছাত্রলীগ ও পৌর আওয়ামীলীগ নেতা সাইফুদ্দিন হত্যা মামলার আসামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারঃ
গত ২০/০৮/২০২৩খ্রিঃ দিবাগত রাতে হলিডে মোরস্থ হোটেল সানমুনের ২০৮নং কক্ষে কক্সবাজার সদর উপজেলার সাবেক ছাত্রলীগ ও পৌর আওয়ামীলীগ নেতা সাইফুদ্দিন এর চাঞ্চল্যকর আলোচিত হত্যাকান্ডের আসামী আশরাফুল ইসলামকে কক্সবাজার জেলার মেরিন ড্রাইভ রোডস্থ হোয়াইক্যং চেকপোষ্ট হতে জনাব মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কক্সবাজার এর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্সসহ হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যেই গ্রেফতার করেন এবং আসমীর দেখানো মতে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি, ভিকটিমের মোবাইল ও মোটর সাইকেল উদ্ধার করেন।
সূত্র:- কক্সবাজার এর কক্সবাজার সদর থানার ,এফআইআর নং-৫৭, তারিখ- ২২ আগস্ট, ২০২৩; জি আর নং-৪৭১, তারিখ- ২২ আগস্ট, ২০২৩, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০;
৭। চাঞ্চল্যকর ও আলোচিত মিজান খুনসহ ডাকাতি মামলার রহস্য উদঘাটন, ডাকাতির মূল পরিকল্পনাকারীসহ ০৫ আসামী গ্রেফতারঃ গত ০৭/০১/২০২৩ ইং তারিখ টমটম গাড়িযোগে কক্সবাজার সদর মডেল থানাধীন পৌরসভা ০৬ নং ওয়ার্ডস্থ সাব-মেরিন ক্যাবল সংলগ্ন পশ্চিমে ফাঁকা রাস্তার উপর অজ্ঞাতনামা আসামীদের ডাকাতিকালে ভিকটিম মোঃ মিজান খুন হন। উক্ত ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা রুজু হলে জনাব মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কক্সবাজার প্রযুক্তির সহায়তায় ও ছায়া তদন্তকরে মামলার রহস্য উদঘাটনপূর্বক দেশের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারীসহ ০৫ জন ডাকাতকে গ্রেফতার করেন। ডাকাতদের মধ্যে ০৩ জন বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ মোতাবেক জবানবন্দি প্রদান করে। এই মামলার অভিযোগপত্র দ্রুত দাখিল করা হবে।
সূত্র:-কক্সবাজার এর কক্সবাজার সদর থানার, এফআইআর নং-২০, তারিখ- ০৯ জানুয়ারি, ২০২৩; জি আর নং-২০, তারিখ- ০৯ জানুয়ারি, ২০২৩, ধারা- ৩৯৬ পেনাল কোড ১৮৬০;
০৮। চাঞ্চল্যকর ও আলোচিত মা মেয়ে জোড়াঘুনের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারঃ
গত ১৭/০২/২০২৩ ইং তারিখ কক্সবাজার সদর মডেল থানাধীন কক্সবাজার পৌরসভাস্থ ১২নং ওয়ার্ডের সুগন্ধা পয়েন্ট হোটেল সী আলিফ এর ৪র্থ তলা ৪১১ নং কক্ষে মা সোমা দেব ও তার ৮ মাস বয়সী কন্যা কনামিকা দেব এর মৃতদেহ পাওয়া যায়। উক্ত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উক্ত ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা রুজু হলে জনাব মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কক্সবাজার প্রযুক্তির সহায়তায় ও ছায়া তদন্তকরে মামলার রহস্য উদঘাটনপূর্বক সাঁড়াশি অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী জেবিন দেবকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করিলে আসামী বিজ্ঞ আদালতে হত্যাকান্ডের দায় স্বীকার করে ফৌজদারী কার্যবিধি ১৬৪ মোতাবেক জবানবন্দি প্রদান করে।
সূত্র:- কক্সবাজার এর কক্সবাজার সদর থানার ,এফআইআর নং-৩৭, তারিখ- ১৮/০২/২০২৩; জি আর নং-১০১, তারিখ- ১৮/০২/২০২৩, ধারা- ৩০২ পেনাল কোড ১৮৬০;
০৯। জিসকা ফার্মাসিউটিক্যালস এর ১১,২৩,৫৬৬/- (এগার লক্ষ তেইশ হাজার পাচঁশত ছেষট্টি) টাকা চুরি মামলার আসামী গ্রেফতার ও চোরাই টাকা উদ্ধারঃ
গত ০৩/০১/২০২৩খ্রিঃ তারিখ জিসকা ফার্মেসিটিক্যালস লিঃ এর কক্সবাজার পৌরসভার মধ্যাম বাহারছড়া এ ছালাম এলাকাস্থ জনকৈ কামরুল ইসলাম কাজলরে মালকিানাধীন ৫ম তলা ভবনরে নচি তলা ও ২য় তলায় জসিকা র্ফামাসউিটক্যিালস লঃি কোম্পানীর ডপিো অফসি এর ভোল্ট ভেঙ্গে ভোল্টের ভিতর রক্ষিত নগদ ১১,২৩,৫৬৬/- (এগার লক্ষ তেইশ হাজার পাচঁশত ছেষট্টি) টাকা চুরির ঘটনায় দায়েরকৃত মামলায় জনাব মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কক্সবাজার প্রযুক্তির সহায়তায় ও ছায়া তদন্তকরে অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় ০৩ জন (সকল) আসামীকে গ্রেফতারপূর্বক আসামীর স্বীকারোক্তি ও দেখানো মতে চুরি হওয়া ১০,৮৭,৫৪৬/- (দশ লক্ষ সাতাশি হাজার পাচঁশত ছেচল্লিশ) টাকা উদ্ধারপূর্বক বিজ্ঞ আদালতের নির্দেশে বাদীর নিকট হস্তান্তর করেন।
সূত্র:- কক্সবাজার এর কক্সবাজার সদর থানার ,এফআইআর নং-৯, তারিখ- ০৪ জানুয়ারি, ২০২৩; জি আর নং-৯, তারিখ- ০৪ জানুয়ারি, ২০২৩, ধারা- ১০৯/৩৮১/৩৪ পেনাল কোড ১৮৬০;
১০। ক্লুলেস ও আলোচিত এবাদুল্লাহ হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারঃ
কক্সবাজার সদর থানাধীন কক্সবাজার পৌরসভার পৌর প্রিপ্যার্যাটরি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ভিকটিম এবাদুল্লাহ (১৫) এর লাশ গত ২৪/০৬/২০২৩ইং তারিখ দুপুর অনুমান ০২.৩০ ঘটিকার সময় কক্সবাজার সদর থানাধীন কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম কুতুবদিয়া পাড়া এলাকাস্থ সৈকতের ঝাউবাগানের ভিতরে খালি জায়গায় গলায় সবুজ রঙ্গের একটি মোটা প্লাষ্টিকের রশি পেঁচানো অবস্থায় উপুড় অবস্থায় পাওয়া যায়। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়ের করিলে জনাব মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কক্সবাজার প্রযুক্তির সহায়তায় ও ছায়া তদন্তকরে মামলার রহস্য উদঘাটনপূর্বক দেশের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারীসহ ০২ জন আসামীকে গ্রেফতার করেন। অসামীদের মধ্যে ০২ জন আসামী বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ মোতাবেক জবানবন্দি প্রদান করে। এই মামলার অভিযোগপত্র দ্রুত দাখিল করা হবে।
সূত্র:- কক্সবাজার এর কক্সবাজার সদর থানার ,এফআইআর নং-৪৯, তারিখ- ২৫/০৬/২০২৩; জি আর নং-৩৪৩, তারিখ- ১৮/০২/২০২৩, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০;
১১। সম্ভাব্য সাম্প্রদায়িক দাঙ্গা নিরসনে অগ্রণী ভূমিকা পালনঃ
গত ২৬/০৩/২০২৩ খ্রি তারিখ দুপুর ১৩:২০ ঘটকিার সময় গত ২৬/০৩/২০২৩ খ্রি তারিখ বেনাপোল হাফেজিয়া মাদ্রাসা পড়ুয়া এক হাফেজ ছাত্র ঈদগাঁও থানাধীন ঈদগাঁও ইউপরি পালপাড়া মসজিদে একটি শীবমূর্তি মসজিদে রাখার গুজব সামাজকি যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় বষিয়টি গুরুত্বরে সাথে বিবেচনা করে জনাব মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল হন্দিু ঐক্য পরষিদরে সভাপতি জনাব মৃনাল কান্তি আচাৰ্যা সহ অন্যান্য র্ধমীয় নেতাদেরসহ বিষয়টি তাৎক্ষণিক সমাধান করে তিনি সম্ভাব্য সাম্প্রদায়িক দাঙ্গা নিরসনে গুরুত্বর্পূণ ভুমিকা রাখায় সর্বমহলে প্রশংসিত হন।
সূত্র:-ঈদগাঁও থানার জিডি নং-১০৫৪, তাং-২৬/০৩/২০২৩খ্রিঃ।
১২। প্রতিহিংসা বশত:ধর্ম অবমাননার উদ্দেশ্যে মসজিদ ও নুরানী মাদ্রাসায় পায়খানা নিক্ষেপ, পবত্রি কোরান শরীফ ও হাদসিে আগুন লাগানোর ঘটনার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার এবং সম্ভাব্য সাম্প্রদায়িক দাঙ্গা নিরসনঃ গত ১৭/০৫/২০২৩ ইং তারখি ভোর রাতে ঈদগাঁও থানাধীন পোকখালী ইউপির নাইক্ষ্যংদিয়া দক্ষিণ পশ্চিম পাড়া জামে মসজিদ, নুরানী মাদ্রাসার মসজদিরে দওেয়ালে ও ভতির পায়খানা নিক্ষেপ এবং ৭টি পবত্রি কোরান শরীফ, ৫টি হাদসিরে কতিাব, ১৪টি মসজদিরে জায়-নামাজ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে ।উক্ত ঘটনায় থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও সাম্প্রদায়িক দাঙ্গার সমূহ সম্ভাবনা দেখা দিলে উক্ত ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ঈদগাও থানায় মামলা রুজু হলে জনাব মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কক্সবাজার প্রযুক্তির সহায়তায় ও ছায়া তদন্তকরে মামলার রহস্য উদঘাটনপূর্বক সাঁড়াশি অভিযান পরিচালনা করে ঘটনার মূল পরিকল্পনাকারী মো: শাহদে কামাল(৩৪) কে গ্রেফতার করে সম্ভাব্য সাম্প্রদায়িক দাঙ্গার হাত থেকে সকল ধর্মের মানুষকে রক্ষা করেন । উক্ত ঘটনায় সাম্প্রদায়িক দাঙ্গা নিরসনে তিনি গুরুত্বর্পূণ ভুমিকা রাখায় সর্বমহলে প্রশংসিত হন।
সূত্র:-কক্সবাজার এর ঈদগাঁও থানার ,এফআইআর নং-১১, তারিখ- ১৯ মে, ২০২৩; জি আর নং-৫৫, তারিখ- ১৯ মে, ২০২৩, ধারা-২৯৫/২৯৫(এ)/৫০৬(২)/৪২৭ পেনাল কোড ১৮৬০;
১৩। কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতির বাড়ি থেকে চুরি হওয়া ১০ ভরি স্বর্ণ ও ১৩ লক্ষ টাকা উদ্ধারঃ গত ১৬/১০/২০২৩খ্রিঃ তারিখ কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি, এডভোকেট জনাব ফরিদুল ইসলাম চৌধুরীর বাসায় অজ্ঞাতনামা চোরচক্র কর্তৃক সিধেঁল চুরির ঘটনায় ১৩ ভরি স্বর্ণ ও নগদ ১৫ লক্ষ টাকা সিধেঁল চুরির ঘটনায় উক্ত কর্মকর্তার নেতৃত্বে সদর মডেল থানার আভিযানিক দল সন্দিগ্ধ আসামী মিজানুর রহমান (২৫)কে গ্রেফতার পূর্বক তার স্বীকারোক্তি মোতাবেক আসামীর শ্বশুড় বাড়ি মহেশখালী থানাধীন কিরণতলী এবং আসামীর নিজ বাড়ি সাহিত্যিকা পল্লীতে অভিযান চালিয়ে ১০ ভরি ওজনের স্বর্ণালংকার এবং নগদ ১৩ লক্ষ টাকা উদ্ধার করেন। (সূত্র:-কক্সঃ সদর মডেল থানার মামলা নং-৪৫/৫৯৩, তাং-২৪/১০/২০২৩)।