রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন
হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে বাইক ও পিকআপের সংঘর্ষে মোটরসাইকেল চালক মাসুদ উল্লাহ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মুন্সির পুরান বাড়ির আবুল কালাম সওদাগরের পুত্র।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হাটহাজারী পৌরসভার মুন্সির মসজিদ এলাকার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় বাইক চালক মাসুদ। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে রেফার করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রাউজান হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে মোটরসাইকেল চালক মারা যান।