বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
স্ত্রী-সন্তানসহ বেসিক ব্যাংকের বাচ্চুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক চিকিৎসককে মারধর, দ্বিতীয় দিনের মতো কক্সবাজার সদর হাসপাতালে কর্মবিরতি মাদক কারবারির ভবন জব্দ করল দুদক ঢাকাসহ চার বিভাগে অতিভারী বর্ষণ, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক ১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান উখিয়ায় রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই কক্সবাজারে চিকিৎসককে মারধর: সরকারিতে সেবা বন্ধ হলেও চালু আছে বেসরকারি হাসপাতালে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল

নাইক্ষ্যংছড়িতে বন্যায় ক্ষতি গ্রস্থ পরিবারের মাঝে কৃষি উপকরন বিতরন

আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন ও বাইশারী ইউনিয়নে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও কৃষাণিদের মাঝে কৃষি উপকরন সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার ১২ ও ১৩ ই জানুয়ারি ২দিন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ এবং বাইশারী ইউনিয়ন পরিষদ মাঠে ১৪৬০ জন কৃষক কৃষাণিদের মাঝে এসব কৃষি উপকরন বিতরণ করা হয়।

উপকরন সামগ্রীর মধ্যে রয়েছে, ১২ প্রকার শাকসবজি বীজ,ধান বীজ, ২ প্রকার সার, ড্রাম, ঝর্না, কুদাল সহ বিভিন্ন সামগ্রী। তার মধ্যে ধান বীজ পেয়েছে ৭৩০ জন ও সবজী বীজ পেয়েছে ৭৩০ জন কৃষক কৃষাণি।

কৃষি উপকরন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি, বিশেষ অতিথি ছিলেন, যুবলীগের সহসভাপতি এনকে রাসের,ইউপি সদস্য আবু তাহের, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ন্যাশনাল কনসালটেন্ট ডঃ, ফরাজি বিনতী ফেরদাউসে,ফিল্ড ফেসিলেটর মোঃ, বাবুল হোসেন প্রমুখ।

প্রধান অতিথি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি বলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় দেওয়া এসব কৃষি উপকরন যাতে সঠিক ভাবে কাজে লাগিয়ে সকলে লাভবান হতে পারে সেদিকে লক্ষ রাখার আহবান জানান কৃষক কৃষাণীদের।

যদি এ উপকরন সঠিক ভাবে ব্যবহার করে তাহলে ক্ষতিগ্রস্ত পরিবার অবশ্যই ক্ষতি কাটিয়ে অবশ্যই স্বাবলম্বী হতে পারবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন চেয়ারম্যান আলম কোম্পানি।