রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন
: কক্সবাজার জেলা পুলিশের “মাসিক কল্যাণ সভা”(ডিসেম্বর/২০২৪) জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার আইন-শৃংখলা সমুন্নত রাখার জন্য নানাবিধ দিক নির্দেশনামূলক বক্তব্য দেয়া হয়।
সভায় কক্সবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগন তাদের সমস্যা ও অনুভুতির কথা কল্যাণ সভায় উপস্থাপন করেন।
এসময় পুলিশ সুপার তাদের কথা ধৈর্য সহকারে শোনেন এবং বেশ কয়েকটি সমস্যা তাৎক্ষণিক সমাধান করেন।
নবাগত পুলিশ সুপার তার বক্তব্যে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় পুলিশ সুপার সাহসিকতা, সততা ,নিষ্ঠা এবং পেশাদারিত্ব বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য সকল পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
উক্ত মাসিক কল্যাণ সভায় ডিসেম্বর/২০২৪ মাসের পারফরম্যান্স বিবেচনায় ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সেরা অফিসারদের ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, প্রসাশন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রফিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ শাকিল আহমেদ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি), অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) কক্সবাজার, মোঃ জসীম উদ্দীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল, রাসেল পিপিএম, সহকারি পুলিশ সুপার এম, এম, রকীব উর রাজা, সহকারী পুলিশ সুপার রাম প্রসাদ ভক্ত সহ নয়টি থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিট হতে আগত পুলিশ সদস্যগণ ।