বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক ১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান উখিয়ায় রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই কক্সবাজারে চিকিৎসককে মারধর: সরকারিতে সেবা বন্ধ হলেও চালু আছে বেসরকারি হাসপাতালে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল কক্সবাজারের পুলিশ এখন থেকে ইনসাফের সাথে কাজ করবে- পুলিশ সুপার মোঃ রহমতুল্লাহ সরকার পরির্তনের ফলে টেকনাফ এর শাহপরীরদ্বীপে ভূমিদস্যুদের কবল থেকে চিংড়ি ঘের ও চাষাবাদের জমি অপদখল রক্ষা পেতে যৌথ বাহিনী বরাবরে আবেদন করেছেন ক্ষতিগ্রস্তরা ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে হট্টগোল, বাতিল হতে পারে দুই প্রজ্ঞাপন রোহিঙ্গা ক্যাম্পে গণস্বাস্থ্য কেন্দ্রের অদক্ষ চালকের ভুলে শিশুর মৃত্যু রাজধানী থেকে তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্রেপ্তার

চকরিয়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মুকুল কান্তি দাশ,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে মো. তমজিদুল ইসলাম (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারী) সকাল ১০টা দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড হালকাকারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তমজিদ চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিনামারা গ্রামের আবদুল খালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, সকালে হালাকাকারা এলাকায় গ্রামার স্কুলের পাশে মাস্টার মো. গিয়াস উদ্দিনের নির্মানাধীন বিল্ডিংয়ে শ্রমিক হিসেবে কাজ করছিল তমজিদ।

এসময় তিনতলা ছাদ থেকে অসাবধানতাবসত পা পিছলে নিচে পড়ে যায় সে।

পরে গুরুতর আহত হলে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় তমজিদ।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে পরিবারের লোকজনের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।