বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫০ অপরাহ্ন
দৈনিক কক্সবাজার একাত্তর ডেস্ক:- নাশকতা মামলায় খুলনা মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপ্লবের স্ত্রী ফাতেমাতুজ জোহরা লিন্ডাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৭ জানুয়ারি) নগরীর রয়্যাল মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
খুলনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বিষয়টি জানিয়েছেন।
ফাতেমাতুজ জোহরা লিন্ডা খুলনা উইমেন চেম্বার অব কমার্সের পরিচালক, খুলনা অনলাইন সেলারস গ্রুপের সভাপতি। নগরীতে ফ্যাশন জোন লিন্ডা নামে তার দুটি শোরুম রয়েছে। বিভিন্ন উৎসবে নগরীতে মেলা আয়োজন, একাধিক ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনা এবং ফেসবুকে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের লাইভ করায় তিনি ব্যাপক পরিচিত।
ওসি মো. কামাল হোসেন খান জানান, লিন্ডার বিরুদ্ধে গত অক্টোবর মাসে খুলনা থানায় নাশকতার একটি মামলা হয়। সেই মামলায় মঙ্গলবার বিকেলে নগরীর রয়্যাল মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, এক বিবৃতিতে খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতারা লিন্ডার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপ্লবের স্ত্রী লিন্ডাকে মঙ্গলবার বিকালে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে পুলিশ কথিত নাশকতা মামলায় কারাগারে পাঠিয়েছে। বিপ্লবের স্ত্রী লিন্ডা কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় বলে বিবৃতিতে দাবি করা হয়।