বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান উখিয়ায় রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই কক্সবাজারে চিকিৎসককে মারধর: সরকারিতে সেবা বন্ধ হলেও চালু আছে বেসরকারি হাসপাতালে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল কক্সবাজারের পুলিশ এখন থেকে ইনসাফের সাথে কাজ করবে- পুলিশ সুপার মোঃ রহমতুল্লাহ সরকার পরির্তনের ফলে টেকনাফ এর শাহপরীরদ্বীপে ভূমিদস্যুদের কবল থেকে চিংড়ি ঘের ও চাষাবাদের জমি অপদখল রক্ষা পেতে যৌথ বাহিনী বরাবরে আবেদন করেছেন ক্ষতিগ্রস্তরা ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে হট্টগোল, বাতিল হতে পারে দুই প্রজ্ঞাপন রোহিঙ্গা ক্যাম্পে গণস্বাস্থ্য কেন্দ্রের অদক্ষ চালকের ভুলে শিশুর মৃত্যু রাজধানী থেকে তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্রেপ্তার আমরা রাষ্ট্রীয় সফরে আসিনি, সরকারের কাছে নিরাপত্তা চাইনি: হাসনাত আবদুল্লাহ

উখিয়া থেকে মোটরসাইকেলে ইয়াবা নিয়ে চকরিয়ায় ধরা

স্টাফ রিপোর্টার-আবু সালমান ফারহান:- চট্টগ্রাম-কক্সবাজার চকরিয়াস্থ মহাসড়কে অভিযান চালিয়ে পাচারকালে দুটি মোটর সাইকেল থেকে ৩৯ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এসময় তিন জনকে এসব ইয়াবা বহন করার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে চকরিয়া বাসটার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলি জানান-পুলিশের কাছে তথ্য ছিল উখিয়া থেকে দুটি মোটরসাইকেল যোগে বিপুল পরিমাণ মাদক চট্টগ্রামে পাচার হবে। তারই সূত্র ধরে সাত সকালে ওই দুই মোটরসাইকেল থেকে ৩৯ হাজার পিচ ইয়াবা সহ তিনজনকে গ্রেফতার করা হয়।