বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার-আবু সালমান ফারহান:- চট্টগ্রাম-কক্সবাজার চকরিয়াস্থ মহাসড়কে অভিযান চালিয়ে পাচারকালে দুটি মোটর সাইকেল থেকে ৩৯ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এসময় তিন জনকে এসব ইয়াবা বহন করার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে চকরিয়া বাসটার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলি জানান-পুলিশের কাছে তথ্য ছিল উখিয়া থেকে দুটি মোটরসাইকেল যোগে বিপুল পরিমাণ মাদক চট্টগ্রামে পাচার হবে। তারই সূত্র ধরে সাত সকালে ওই দুই মোটরসাইকেল থেকে ৩৯ হাজার পিচ ইয়াবা সহ তিনজনকে গ্রেফতার করা হয়।