বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান উখিয়ায় রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই কক্সবাজারে চিকিৎসককে মারধর: সরকারিতে সেবা বন্ধ হলেও চালু আছে বেসরকারি হাসপাতালে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল কক্সবাজারের পুলিশ এখন থেকে ইনসাফের সাথে কাজ করবে- পুলিশ সুপার মোঃ রহমতুল্লাহ সরকার পরির্তনের ফলে টেকনাফ এর শাহপরীরদ্বীপে ভূমিদস্যুদের কবল থেকে চিংড়ি ঘের ও চাষাবাদের জমি অপদখল রক্ষা পেতে যৌথ বাহিনী বরাবরে আবেদন করেছেন ক্ষতিগ্রস্তরা ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে হট্টগোল, বাতিল হতে পারে দুই প্রজ্ঞাপন রোহিঙ্গা ক্যাম্পে গণস্বাস্থ্য কেন্দ্রের অদক্ষ চালকের ভুলে শিশুর মৃত্যু রাজধানী থেকে তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্রেপ্তার আমরা রাষ্ট্রীয় সফরে আসিনি, সরকারের কাছে নিরাপত্তা চাইনি: হাসনাত আবদুল্লাহ

পাহাড় কাটতে গিয়ে যুবকের মৃত্যু

উখিয়ায় পাহাড়া কাটতে গিয়ে মাটি চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

Ezoic

নিহত যুবকের নাম মুসলেম উদ্দিন (২০) জালিয়া পালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের চাককাটা এলাকার নুরুল ইসলামের ছেলে।

শনিবার (২০ জানুয়ারী) ভোর ৫টার দিকে জালিয়া পালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের সোনাইছড়ি দুবাই কাসেম মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাসান জানান, ভোর ৫ টার দিকে জালিয়া পালংয়ের দুবাই কাসেম মার্কেট এলাকায় পাহাড়ের কাটতে গিয়ে মাটির স্তুপ পড়ে মোসলেম উদ্দিনের শরীরের উপর। এসময় গাছের শিকড় তাঁর অণ্ডকোষে ঢুকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে তাঁকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, নিহত মোসলেম উদ্দিন সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ জানান, যে জায়গায় পাহাড় কাটা হয়েছে সেখানে এর আগেও কয়েকবার অভিযান চালানো হয়েছিলো এবং বন আইনে তিনটি মামলা করা হয়।